For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

উৎপাদনে ঘাটতি পোষাতে ছুটির দিনেও আশুলিয়ায় ১৫০ কারখানা চালু

Published : Friday, 27 September, 2024 at 4:41 PM Count : 63



শিল্পাঞ্চল আশুলিয়ায় নানা দাবিতে টানা শ্রমিক অসন্তোষের পর মালিকপক্ষ আন্দোলনকারী শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ায় স্বস্তি ফিরেছে এসেছে কারখানাগুলোতে। তবে আন্দোলনের কারনে যেসব কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে সেগুলোতে ঘাটতি পুষিয়ে নিতে অতিরিক্ত কাজ করছে শ্রমিকরা। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করায় সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবারও খোলা রয়েছে ১৫০টির বেশি তৈরি পোশাক কারখানা। এসব প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। উৎপাদনের ক্ষতি পুষিয়ে নিতে কারখানাগুলো চালু রাখা হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানি কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএয়ের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, দেশের সবচেয়ে শ্রমিকঘন শিল্পাঞ্চল আশুলিয়ায় এক হাজার ৮৬৩টি কারখানায় কাজ করেন ৯ লাখ ৮০ হাজার শ্রমিক। স্বাভাবিক কারণেই এই শিল্পাঞ্চলের দিকে সবার দৃষ্টি থাকে। দাবি-দাওয়া মেনে নেওয়ায় এখন সবাই একযোগে দেশের উন্নয়নে কাজ করবেন।

বিভিন্ন কারখানার ব্যবস্থাপকরা জানিয়েছেন, যথাসময়ে পণ্য রফতানির চাপ বাড়ছে। তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতিতে শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। শ্রমিক-মালিক উভয়ের সম্মতিতেই শুক্রবার চালু রয়েছে দেড় শতাধিক তৈরী পোশাক কারখানা। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, কারখানা মালিকরা হাজিরা বোনাস বাড়ানোসহ শ্রমিকদের ১৮ দফা দাবি পূরণের যৌথ ঘোষণা দেয়ার পর উৎপাদনে ফিরেছে সিংহভাগ কারখানা। তবে শ্রমিক ছাঁটাই বন্ধ, পর্যালোচনায় থাকা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ এবং ১৫ ভাগ ইনক্রিমেন্টের দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুটি কারখানায় অসন্তোষ ছিল।

এছাড়া চালু কারখানাগুলো নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। পাশাপাশি শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র‌্যাব বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। বিশেষ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

প্রসঙ্গতঃ বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। সম্প্রতি মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তাই শ্রমিক আন্দোলনে উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবারও আশুলিয়া শিল্পাঞ্চলে চালু থাকা দেড় শতাধিক পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপুর্নভাবে কাজে যোগ দিয়েছেন।

ওএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,