For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মুন্সীগঞ্জে সাবেক সাংসদসহ ৩০১ জনকে আসামি করে হত্যা মামলা

Published : Friday, 20 September, 2024 at 6:53 PM Count : 208



মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে সজল মোল্লা (৩০) নামে শ্রমিক নিহতের ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ৩০১ নামের আরো একটি হত্যা মামলা হয়েছে।

 শুক্রবার এই মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন শহরের উত্তর ইসলামপুর গ্রামের নিহত সজলের ছোট ভাই সাইফুল ইসলাম। এ মামলায় অজ্ঞাতনামা আরও  ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগের গুলি ও ককটেল হামলায় নিহতদের ঘটনায় ৩ টি হত্যা মামলা দায়ের করা হলো। 
এ মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের বাবা। আসামি করা হয়েছে মো. মহিউদ্দিনের চতুর্থ স্ত্রী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, মহিউদ্দিনের ছোট ভাই জেলা আওয়ামীলীগের সহসভাপতি আনিছউজ্জামান আনিছ, তার দুই ছেলে যুবলীগ নেতা আক্তারুজ্জামান রাজিব, জালালউদ্দিন রুমি রাজন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন ভুইয়া আফসু, সাধারণ সম্পাদক সামসুল আলম কবীর, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সোহেল রানা রানু, সাবেক কাউন্সিলর সাত্তার মুন্সী,জেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনছুর আহামেদ কালাম, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, শহর  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া, মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারি, পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা তার ভাই গোলাম কিবরিয়া, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, ছাত্রলীগ নেতা নসিবুল ইসলাম নবেল, রায়হান উজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের, সাধারণ সম্পাদক লাকুম ঢালী, কোর্টগাও গ্রামের দুই ভাই হিমেল ও রাফি প্রমুখ। 

শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই মহিউদ্দিন পরিবারের সকল সদস্য পলাতক রয়েছেন। 

গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর দিনভর গুলি চালায় বিপ্লব ও তার লোকজন। এতে তিনজন বিএনপি কর্মী নিহতসহ অন্তত ৪ শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়। 

নিহত রিয়াজুল ফরাজি, ডিপজল ও সজল তিনজনেরই বাড়ি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামে।

এমএইচএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,