সাদুল্লাপুরে প্রাইভেটকারে মিলল ২৬ কেজি গাঁজা, গ্রেফতার ২
Published : Wednesday, 18 September, 2024 at 9:49 PM Count : 75
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। একইসঙ্গে শফিউল ইসলাম (৪০) ও জিয়ারুল ইসলাম (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি শফিউল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত এলাহি বকশোর ছেলে ও জিয়ারুল ইসলাম একই উপজেলার জনাব আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় সাদুল্লাপুর হাটের গরুহাটির সামনে রাস্তার ওপর একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে ২৬ কেজি শুকনা গাঁজাসহ কারটি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিদের এ থানায় হস্তান্তর করা হয়।
টিএইচজে/ এসআর