ময়মনসিংহে লোকাল ট্রেনে ডাকাতি
Published : Wednesday, 18 September, 2024 at 2:00 PM Count : 223
জারিয়া-ময়মনসিংহ রেলপথে জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ৬টার দিকে ময়মনসিং সদরের কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতেরা ট্রেনের একটি বগির নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের মুঠোফোন, নগদ টাকা ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ওই বগির অধিকাংশ যাত্রীই ছিলেন পূর্বধলা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী।
মুঠোফোনে ডাকাতির ঘটনাটি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে পূর্বধলা উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভুক্তভোগী যাত্রীরা সকাল পৌণে ৮টার দিকে পূর্বধলা স্টেশনে প্রায় ঘন্টাখানেক ট্রেনটি অবরোধ করে রাখে।
ভুক্তভোগী যাত্রী, পূর্বধলা সরকারি জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার ও পূর্বধলা রাবেয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. খোশেদ আলী জানান, নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত লোকাল ট্রেনটি নিয়মিত দিনে চার বার চলাচল করে। ট্রেনটি জারিয়া ট্রেন হিসেবেই পরিচিত।
তারা জানান, সকাল ৬টার দিকে তারা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জারিয়াগামী ২৭২ নং ওই লোকাল ডাউন ট্রেনের ইঞ্জিনের সাথের বগিতে উঠেন। নগরের কেওয়াটখালী এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। এর আগেই ট্রেনের চালক ইঞ্জিনের গতি কিছুটা কমিয়ে এনে ঘটনাস্থলে ট্রেনটি থামিয়ে দেন। সে সুযোগকে কাজে লাগিয়ে চার জনের একটি ডাকাত দল হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ট্রেনের ওই বগিতে উঠে যাত্রীদের জিম্মি করে মেরে ফেলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে আবার তারা ট্রেন থেকে নেমে পড়ে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুর রহমান (৪২) নামের এক যাত্রী আহত হয়।
ট্রেন যাত্রীদের অভিযোগ, ট্রেনের চালকের যোগসাজসে এ রেলপথে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। আজকেও ইচ্ছে করেই চালক ট্রেনটি থামিয়ে ছিল।
ট্রেনের গার্ড আব্দুল গফুর জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। চালক তার ইচ্ছেমতো ট্রেন থামিয়েছে।
ট্রেনের চালক আব্দুল হালিম জানান, ট্রেনটি রেল ব্রিজে উঠার আগেই সাধারণত ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়। আর সে সুযোগকে কাজে লাগিয়েছে ডাকাত দল।
এদিকে, পূর্বধলা রেল স্টেশনে ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান ও সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধিনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল উল্লাহ ভূঁইয়া। পরে তাদের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
-এআই/এমএ