চায়ের দোকানে বসে মাদকের কারবার, আটক ২
Published : Wednesday, 18 September, 2024 at 1:48 PM Count : 245
বরগুনার আমতলীতে চায়ের দোকানে বসে মাদকের কারবার করার সময় দু'জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আমতলী পৌর শহরের ৭ নং ওয়ার্ডের সময় ক্লিনিকের পাশে মতিয়ার রহমানের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ সদরের মনপুর এলাকার ইজ্জত আলী ও আমতলীর হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের শংকর।
ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দু'জনকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা।
বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ইজ্জত আলী ও শংকরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার গাজার বাজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।
-এসকে/এমএ