For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজনসহ নিহত ৪, আহত ৫

Published : Friday, 6 September, 2024 at 7:14 PM Count : 55



ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মিয়ার বাজার এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- ফেনীর সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের বারি বাড়ির মৃত মোস্তফার তৃতীয় ছেলে মো. মামুন (৫০), তার শ্বাশুড়ি মাজেদা বেগম (৭০), মামুনের ৫ মাস বয়সী শিশু সন্তান সাইমন এবং মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাষ্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)। 

আহত হয়েছেন নিহত মামুনের স্ত্রীসহ আরও ৫জন। আহতরা হলেন মামুন স্ত্রী রাখি (২৮ ) , মিথিলা (১০), সিনা (৪ ), মায়মুনা (৬ মাস) ও এক শিশু।

ফেনীর সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের নিহত মামুনদের বাড়িতে চলছে শোকের মাধ্যম তার স্বজনরা কান্নায় আহাজারি করছেন।

নিহত মামুনের ভাই মো. হানিফ বলেন, তার ভাই মামুন স্বপরিবারে ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে ফেনীতে আসেন। আজ ফেনী থেকে ঢাকায় যাওয়ার পথে রওয়ানা হয়ে চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার হন।
  
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা নানকরা এলাকায় একটি নষ্ট ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ট্রাকটিকে ধাক্কা দেয়। মাইক্রোবাসের পেছনে ছিল স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। যাত্রীবাহী ওই বাসটি ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। আহত হন নিহত মামুনের স্ত্রীসহ আরও ৫ জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাস, মাইক্রোবাস ও ট্রাকটিকে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

নিহত মামুনের ভাই মো. হানিফ বলেন, আজ শুক্রবার রাত নয়টার দিকে তার স্বজনদের পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।

টিবি/ এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,