For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

Published : Thursday, 5 September, 2024 at 11:59 AM Count : 156

নোয়াখালীকবিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর কবিরহাট শাখার নেতৃবৃন্দ।

বুধবার সন্ধ্যায় কবিরহাট বাজারে অবস্থিত আড্ডা ফুড পয়েন্টে রেষ্টুরেন্টে উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জামায়াতের উপজেলা প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাতের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির নিজাম উদ্দিন ফারুক, কবিরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন, সহ-সেক্রেটারি মেজবা উদ্দিন ভূঁইয়া, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওলি উল্লাহ, উপজেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি মনিরুল ইসলাম, কবিরহাট পৌরসভার আমীর মাওলানা ফজলুল্লাহ প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মানবজমিনের কবিরহাট উপজেলা প্রতিনিধি জহিরুল হক জহির, দৈনিক আমাদের সময় কবিরহাট প্রতিনিধি নুর আলম বিপ্লব, দৈনিক রুপালী বাংলাদেশের নোয়াখালী জেলা প্রতিনিধি মো. আবদুল্যাহ চৌধুরী, দৈনিক আজকালের খবর ও ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সেলিম, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি জহিরুল হক জহির, দৈনিক সংগ্রামের কবিরহাট প্রতিনিধি আহসান উল্যাহ, দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি মো. হারুনর রশীদ, দৈনিক জনবাণীর প্রতিনিধি শহিদুল ইসলাম, বাংলাদেশ সমাচার কবিরহাট প্রতিনিধি রাজিব হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলতে পারছি। নতুন করে দেশ আবার স্বাধীনতা লাভ করেছে, এই অর্জন আমাদের ছাত্র সমাজের। ভবিষ্যতে আমরা সকলে এক হয়ে মিলেমিশে সুন্দর এবং আধুনিক কবিরহাট উপজেলা ও একটা বাংলাদেশ গড়বো। বিগত সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় তো দূরের কথা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগটুকুও দেয়নি বিগত স্বৈরাচার সরকার। এখন আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি এবং কথা বলতেও আর কোনো সমস্যা নেই।

তারা আরো বলেন, কবিরহাটে বন্যার সময় আমরা প্রতিদিন কয়েক হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছি, কয়েক হাজার মানুষের মাঝে শুকনো খাওয়ার বিতরণ করেছি, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি, বর্তমানেও ত্রাণ সামগ্রী বিতরণ ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে আমরা এভাবে সকল বিপদ আপদে সবসময় সবার পাশে থাকার চেষ্টা করব।

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,