For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

খোন্তাকাটা-মাজার সড়ক এলাকায় জলাবদ্ধতা

Published : Tuesday, 3 September, 2024 at 11:34 AM Count : 201

গত কয়েকদিনের অব্যাহত বর্ষণে বরগুনাআমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের খোন্তাকাটা ও মাজার রোড এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন এখানে বসবাসকারীরা। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে।

৩ নং ওয়ার্ডের স্বপন মেম্বারের বাসা হয়ে কবর স্থান সড়ক, বাবুল প্যাদার  বাসা হয়ে পানির ট্যাংকি রোড,  ঈসমাইল শাহ মাজারের পূর্ব পাশ, মাজার রোডের দক্ষিণ পাশ ও পানির ট্যাংকি সলগ্ন পূর্ব পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। এখানকার বসবাসরতরা বাসা-বাড়ি থেকে বের হতে পারেন না। 

আমতলী পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মাজার রোড এলাকার বাসিন্দা আ. সালাম বলেন, আমাদের বসতঘরের চারদিকে বৃষ্টির পানি জমে থই-থই করছে। রাস্তায় উঠতে হলে ভিজে ও জুতা হাতে নিয়ে উঠতে হয়।

ভুক্তভোগী বাবুল প্যাদা বলেন, একটু বৃষ্টি হলেই আমার বাসার সামনের রোড তলিয়ে বাসা বাড়িতে পানি উঠে যায়। ছোট ছোট ছেলে-মেয়ে চরম কষ্টের মধ্যে বসবাস করতে হয়। 
তিঠু বলেন, বর্ষাকাল এলেই আমাদের দুর্ভোগের কোন শেষ থাকে না। একটু বৃষ্টি হলেই বাসা-বাড়িতে পানি উঠে যায়।

আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিমন মৃধা বলেন, ৩ নং ওয়ার্ডের জনসাধারণের ভোগান্তির কোন শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। আমি এ বছর কাউন্সিলর নির্বাচিত হয়েছি। পৌর প্রশাসকের সাথে আলোচনা করে জলাবদ্ধতা থেকে ৩ নং ওয়ার্ডবাসীর দুর্ভোগ লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস মুঠোফোনে বলেন, ৩ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রকল্প প্রস্তুতের কাজ চলমান রয়েছে। শীঘ্রই জলাবদ্ধতা থেকে ৩ নং ওয়ার্ডের জনগণের সুন্দর ভাবে চলাচল ও বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,