For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

দেশে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক: শফিকুর রহমান

Published : Monday, 2 September, 2024 at 3:32 PM Count : 162

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, সে দেশে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। যে দেশে মসজিদ পাহারার প্রয়োজন হয় না, সে দেশে মন্দিরও পাহারা দেয়ার প্রয়োজন হবে না। 

সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যূথানে নিহত রুদ্রসেন, অন্যান্য শহীদ ও আহতদের জন্য সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক, যারা জন্মগ্রহণ করবে তারাও এই দেশের নাগরিক। কোনো বিশেষ গোষ্ঠী বৈষম্যবিরোধী আন্দোলন করেনি। এই আন্দোলন করতে গিয়ে দেশের সোনার সন্তানেরা শহীদ হয়েছে। বুকের তাজা রক্তে ভরে উঠেছে এই দেশের রাজপথ। হাজারো প্রাণের বিনিময়ে এই সফলতা যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে এই দেশের ১৮ কোটি মানুষ তা সহ্য করবেনা। আপামর জনতার আন্দোলনকে কাজে লাগিয়ে যদি কোনো গোষ্ঠী সুফল নিতে চায় তা হবেনা। যদি কেউ এই আন্দোলনের সুফলকে ব্যবহার করতে চান তাহলে দেশের ১৮ কোটি মানুষ তা রুখে দেবে। 

তিনি বলেন, ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্দেশ্য নয়। সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এ দেশের নাগরিক হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে গর্বের সঙ্গে পরিচয় দিতে পারেন। 
শফিকুর রহমান বলেন, যারা শহীদ হয়েছে, তাদের বীরের মর্যাদা দেয়া হবে। যাতে শহীদদের পরিবার বলতে পারেন, আমাদেরও একজন শহীদ আছে। আমাদেরও একজন আবু সাইদ আছে, আমাদেরও একজন মুগ্ধ আছে, আমাদেরও একজন রুদ্রসেন আছে, আমাদেরও একজন রাহুল আছে। 

তিনি বলেন, আগে বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি হানাহানি হতো। এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে নিজেরা যা পেরেছে তা দিয়ে বন্যার্তদের সহায়তা করেছে। পরে তারা রুমালি ভিঝিয়ে সহযোগীতা নিয়ে বন্যার্তদের কাছে গেছে। 

তিনি আরও বলেন, সব বাবা-মা চায় তার সন্তাদের তাদের চেয়ে বড় হোক, ভালো থাকুক। আমরা এমন একটি সমাজ গড়ব। যে সমাজে আমরা সবাই মিলে থাকব। 

বক্তব্যের পর মঞ্চে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। 

এ সময় তিনি শহীদ সাতটি পরিবারকে ১৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেন।

এর আগে জামায়াতের আমির শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত রুদ্রসেনের দিনাজপুর শহরের পাহাড়পুরের বাসভবনে যান। সেখানে তিনি তার পরিবারের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং সমবেদনা জানান।

এএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,