For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের ঘটনায় তীব্র নিন্দা

Published : Sunday, 1 September, 2024 at 1:44 PM Count : 287

গাজীপুরেকালীগঞ্জে ও দেশব্যাপী অনৈতিক, প্রমাণ বহির্ভূত ও স্বার্থন্বেষীদের প্রভাবে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের ন্যাক্কারজন কাজকে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহফুজুর রহমান, হাবিবুর রহমান, রিয়াদ চৌধুরী, মিনহাজুল ইসলাম প্রমুখ।  

শরিফুল ইসলামের পরিচালনায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা লক্ষ্য করেছি কালীগঞ্জের বিভিন্ন স্থানে অনৈতিক, প্রমাণ বহির্ভূত ও জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সক্রীয় কোনো সম্পৃক্ততা নেই। তবে কোনো অভিযুক্ত শিক্ষকদের ব্যাপারে আমাদের অবস্থান হলো আইনানুগ ব্যবস্থা নিতে হবে, নিজ হাতে আইন তুলে নেওয়া যাবে না। যদি কোনো শিক্ষার্থী বা মহল জোরপূর্বক কিংবা ব্যক্তিগত আক্রমণের জেরে কারো উপর হামলা করে তাহলে ওই ব্যক্তি বা মহলকে দোষারপ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সত্যিই যদি কোনো শিক্ষক দুর্নীতি, অনিয়ম ও অপরাধ করে থাকে, তাহলে স্পষ্ট দলিল নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কোনো শিক্ষককে পদত্যাগ করানোর কোনো ইখতিয়ার নেই। তবে যদি কোনো শিক্ষক অভিযুক্ত হন তাহলে তাকে দেশের প্রচলিত আইনের আওতায় আনতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগীতা করবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়া বাধ্যতামূলক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অপব্যবহার না করার পাশাপাশি প্রশ্ন বাণিজ্য, নম্বর বাণিজ্য ও আত্মীয়করণ না করার অনুরোধ জানান তারা। 
শিক্ষার্থীরা বলেন, এ দেশের শিক্ষার্থীরা সত্যিকারে মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এ আন্দোলনে সফল হয়েছে। সারাদেশের ন্যায় কালীগঞ্জের রাজপথে থেকে তৎকালীন স্বৈরশাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আন্দোলন চলমান রেখেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্যামেরার পেছন থেকে, আবার কেউ কলম দিয়ে স্বৈরাচারবিরোধী সংগ্রামকে সফলতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক সংগঠনের আজ্ঞাবহ না থেকে গণমানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বানও জানান তারা। 

এ সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

-আরএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,