For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

হসপিটালের সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫

Published : Sunday, 1 September, 2024 at 11:34 AM Count : 224

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে হসপিটালের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধসহ পাঁচ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে হাসপাতাল রোডের আদর হসপিটাল ভবনে এ ঘটনা ঘটে।

দগ্ধ আদর ফার্মেসির কর্মচারি মো. দুলাল (২৬), দিনমজুর আশিক (২৮) ও রাফেলের (৩২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আরেকজন সামান্য আহত হয়েছেন।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দি আব্দুল আজিম বলেন, আহতদের মধ্যে পাঁচ জনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও কয়েকজন সামান্য আহত হয়েছেন।

আদর হসপিটালের ফার্মেসির প্রোপাইটর মো.আব্দুল কাদের বলেন, শনিবার রাতে হসপিটাল ভবনের নিচে বেজমেন্টে পানির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যায় দিনমজুর আশিক ও রাফেল। তখন আমি ফার্মেসিতে ছিলাম না। একপর্যায়ে রাত ৯টার দিকে আকস্মিক বিকট শব্দে পানির ট্যাংক বিস্ফোরণ হয়। এতে আমার ফার্মেসি দোকান ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়। ওই সময় দোকানে থাকা কর্মচারি দুলাল, দিনমজুর আশিক ও রাফেল দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। আমার ফার্মেসিতে ১৭-১৮ লাখ টাকার ওষুধ ছিল। সর্বমোট আমার ২০-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, বহুতল ভবনের বেজমেন্টে থাকা পানির সেপটিক ট্যাংক হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আদর ফার্মেসি লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

-এমআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,