For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ব্যবসায়ীকে গুমের অভিযোগে র‍্যাবের বিরুদ্ধে মামলা

Published : Thursday, 29 August, 2024 at 8:28 PM Count : 84

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জুয়েলারি ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (৩০) তুলে নিয়ে গুম করার অভিযোগে স্ত্রী নাইস খাতুনের মামলা গ্রহণ করেছেন আদালত। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গোদাগাড়ী আমলি আদালতের বিচারক লিটন হোসেন এ আদেশ দেন। এর আগে গত বুধবার দুপুরে র‍্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পে ২০১৬ সালে কর্মরত ৭ জনকে অভিযুক্ত করে মামলার আবেদন করেন নাইস খাতুন। আদালত বুধবার মামলাটি আদেশের জন্য রেখে দেন। বৃহস্পতিবার সকালেই আদালত মামলা গ্রহণ করে আদেশ দেন।

নাইসের আইনজীবী মাহমুদুর রহমান বলেন, আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নাইসের মামলায় আসামিরা হলেন- র‍্যাব-৫-এর তৎকালীন রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের নায়েক সুবেদার শাহিনুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত মজুমদার, দুলাল মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন, ল্যান্স নায়েক মাহিনুর খাতুন, সিপাহি কহিনুর বেগম ও কনস্টেবল মনিরুল ইসলাম।
মামলার বাদী নাইস খাতুনের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী আলীপুর মহল্লায়। তাঁর অভিযোগ, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর স্বামী ইসমাইল হোসেনকে উপজেলা সদর ডাইংপাড়া মোড় থেকে র‍্যাব সদস্যরা তুলে নিয়ে যান। তিন দিন পর ইসমাইল অন্য এক ব্যক্তির মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে পরিবারকে জানান, তিনি র‍্যাবের হেফাজতে আছেন।

র‍্যাব সদস্যরা যখন ইসমাইলকে তুলে নিয়ে যান, তখন অনেকেই দেখেছেন। এছাড়া মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি র‍্যাব ক্যাম্পে থাকা অবস্থায় সেখানে ইসমাইলকে দেখেছেন। র‍্যাব ক্যাম্পে আগে থেকে অবস্থান করা ওই দুই ব্যক্তিকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু ইসমাইলকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। আজ পর্যন্ত তাঁর খোঁজও মেলেনি।

ইসমাইল হোসেনের পরিবার এতোদিন মনে করত, আয়নাঘরে ইসমাইলকে বন্দী করে রাখা হয়েছে। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে কেউ কেউ ফিরে এলে ইসমাইলের ছোট ভাই ইউসুফ আলীও ঢাকায় ছুটে যান। গুমের শিকার অন্যদের স্বজনদের সঙ্গে তিনি কয়েক দিন ভাইয়ের জন্য অপেক্ষা করেন আয়নাঘরের সামনে। ইসমাইলের ছোট দুই সন্তানও অপেক্ষায় থাকে বাবার। কিন্তু ইসমাইলকে ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে ইউসুফকে। এর পরই র‍্যাবের বিরুদ্ধে এ মামলা করা হলো।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,