For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

৪০,৭১৬ পরিবারের মাঝে বিজিবি'র ত্রাণ বিতরণ

Published : Thursday, 29 August, 2024 at 11:21 AM Count : 102

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে উদ্ধার তৎপরতা, তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকার দুই হাজার ৯১৪ জনকে উদ্ধার, ৪০ হাজার ৭১৬টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ছয় হাজার ৯৭৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বুধবার ছয় হাজার ৫২০টি পরিবারের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং এক হাজার ৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এর মধ্যে বন্যাদুর্গত ফেনী সদরে ১৫০টি, ফুলগাজীতে এক হাজার ৭৭৭টি, পরশুরামে এক হাজার ১৭৫টি, ছাগলনাইয়ায় ৮১৫টি, সোনাগাজীতে ৫০০টি এবং দাগনভূঁঞায় ৮৮০টি পরিবারসহ ফেনী জেলায় মোট পাঁচ হাজার ২৯৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

অন্যদিকে, কুমিল্লার আদর্শনগরে ৬৫০টি এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ৫২০টিসহ কুমিল্লা জেলার এক হাজার ১৭০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও রাঙ্গামাটির বরকলে বন্যাদুর্গত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত কুমিল্লার বুড়িচং এর দুর্গম বাকশীমুল হাই স্কুল এলাকার ৫০০ জন, ফেনীর জিনারহাট পশ্চিম মধুগ্রাম এলাকার ৪৮৭ জন এবং নোয়াখালীর সেনবাগের চাঁদপুর আদর্শ বিদ্যালয় এলাকার ৮২৫ জনসহ মোট এক হাজার ৮১২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,