For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি গোডাউন ভস্মিভুত

Published : Sunday, 25 August, 2024 at 4:33 PM Count : 98

শিল্পাঞ্চল আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততোক্ষনে ওইসব গুদামে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি ফায়ারসার্ভিস। 
 
রবিবার সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে ১৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। আমাদের ৭টি ইউনিট টানা ৪ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। এখনও ভিতর থেকে ধুয়া বের হচ্ছে। অগ্নিকান্ডের কারন ও ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত করে জানানো হবে।

এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় অবস্থিত ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও নবীন মিয়ার গুদামসহ আশপাশে অন্তত ১৬টি গোডাউন আগুনে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ডিইপিজেড থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের মোট ৭ টি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, স্থানীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ছাড়াও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল থেকে ঝুট সংগ্রহ করে এসব গুদামে এনে রাখতো। এছাড়া বিভিন্ন লোকের ঝুট ছিনতাই করে এনে প্রক্রিয়াজাত করা হতো। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর নিজের ঝুটের সাম্রাজ্য ফেলে আত্মগোপনে চলে যান সাবেক সাইফুল ইসলাম। পুর্ব শত্রুতার জের ধরে ক্ষোভের বশবর্তী হয়ে কেউ আগুন লাগাতে পারে।
সদ্য সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের স্বজনরা অভিযোগ করেন ঝুট ব্যবসার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নিতে পরিকল্পিতভাবে ঝুটের গুদামে প্রতিপক্ষরা আগুন দিয়েছে।

মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম জানান, ঝুটের গোডাউনে অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের ভয়াবহতায় আশপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়িঘর ছেলে পালাতে থাকেন। এঘটনায় গোডাউন সংলগ্ন বাড়িঘরগুলোতে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে সতর্কতার মাধ্যমে কাজ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের ঘটনায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, ডিইপিজেড থেকে দুটি ইউনিট এবং ধামরাই থেকে দুটি ইউনিটসহ মোট ৭টি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।   

ওএফ/ এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,