For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ধলাই নদীতে ভাঙ্গন: ৫শতাধিক মানুষ পানি বন্ধি

Published : Tuesday, 20 August, 2024 at 8:52 PM Count : 100

মৌলভীবাজারের কমলগঞ্জে লঘুচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টির কারনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে ৩টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে কয়েক হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। কয়েকটি এলাকায় রাস্তার ওপর দিয়ে পানি উপছে পড়ে সড়ক যোগাযোগ বিঘ্নিত রয়েছে। নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি সহ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।  

দুপুর ১২টায় ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় ধলাই নদীর পানি বিপদ সীমার ২৪ সেন্টিমিটার ও বিকাল ৩টায় ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৪-৫টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২০আগষ্ট) মুসলধারে বৃষ্টির পানি ও উজান থেকে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সকাল থেকে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মসজিদের সামনে, ছমির ডাক্তারের বাড়ীর পেছেনে ও দক্ষিণ গোলের হাওড় গ্রামের মাহমুদ মিয়ার বাড়ী পাশের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গণ দেখা দেয়। মুহুর্তের মধ্যে ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে মোকাবিল, কুরমাঘাট, গোলের হাওড় সহ কয়েকটি গ্রাম পানি নিমজ্জিত হয়ে যায়। ফলে গ্রাম সমুহের প্রায় ৫শতাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

উপজেলার আলীনগর ইউনিয়নের লাঘাটা ছড়ার পানি বৃদ্ধি পেয়ে পানির চাপে দমকলের ঝিলের ওপর স্থাপিত কালভার্টটি ভেঙ্গে যায়। ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে সুনছড়া-চিৎলীয়া-কামারছড়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এছাড়া উপজেলার গোলেরহাওড় এলাকায় ধলাই নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করে ফসলী জমি সহ কমলগঞ্জ-আদমপুর এবং শমসেরনগর-কুলাউড়া সড়কের শমসেরনগর বিমানবন্দর এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।
ওপর দিকে, কমলগঞ্জ পৌরসভার খুশালপুর, ইসলামপুর, মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিন্মাঞ্চলের আউশ ধানের জমি তলিয়ে গেছে।

এছাড়া উপজেলার কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন, উজিরপুর, আলেপুর, নরেন্দ্রপুর ও রামপাশা, কমলগঞ্জ সদর ইউনিয়নের, চৈতন্যগঞ্জ, নারায়নপুর, রামপুর, রানীরবাজার, আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা, ঘোড়ামারা ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওড়, মোকাবিল, শ্রীপুর, মাধবপুর ইউনিয়নের হীরামতি, মাধবপুরবাজার, মুন্সিবাজার ইউনিয়নের সুরান্দপুর, লক্ষিপুর, চৈত্রঘাট ও রহিমপুর ইউনিয়নের শ্যামেরকোনা ও ছয়কুট এলাকায় প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাকিব আহমেদ বলেন, ধলাই নদীর পানি ২০ আগস্ট সকাল ৯টায় ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় ধলাই নদীর পানি বিপদ সীমার ১৪ সেন্টিমিটার ও দুপুর ১২টায় ২৪ সেন্টিমিটার ও বিকাল ৩টায় ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,‌ ‘ধলাই নদীর আকস্মিক পানি বেড়ে গেছে। কয়েকটি স্থানে ভাঙ্গে যায়। কমলগঞ্জে কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন ধলাই নদীর পানি প্রবাহের দিকে নজরদারি করছেন বলেও জানান।’

এসএস/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,