For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ভূলুয়া নদী দখলমুক্ত করতে মানববন্ধন

Published : Sunday, 18 August, 2024 at 4:42 PM Count : 65

লক্ষ্মীপুরেরামগতি-কমলনগরের ঐতিহ্যবাহী ভূলুয়া নদী দখল করে অবৈধ বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর হয়েছে।

রোববার সকালে রামগতির আলেকজান্ডার উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হারুন, সাবেক চেয়ারম্যান মুফতী নুরুল্লাহ খালিদ, ইউপি সদস্য মহিন উদ্দিন, নিজাম উদ্দিন মেম্বার, কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আখতার মাহমুদ, বোরহান উদ্দিন পাটোয়ারী ও মোঃ খোকন প্রমুখ।

বক্তারা বলেন, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগন্জ, চরকাদিরা হয়ে রামগতি উপজেলার চরবাদাম, চরপোড়াগাছা, চরকলাকোপা, চরআলগী ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এবং হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে নষ্ট হয়ে যাচ্ছে। কমলনগর উপজেলা চেয়ারম্যান্যান মাওলানা খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে দুউপজেলার ইউএনও কয়েকদিন আগে কিছু বাঁধ কেটে দিয়েছেন। এতে পুরোপুরি পানি নিষ্কাশন হয়নি। স্থায়ীভাবে এসব বাঁধ কেটে না দিলে এ অঞ্চলের ৫০ হাজারের অধিক মানুষ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অঞ্চলের ভূলুয়া নদীর মাঝখানে শত শত বাঁধ দিয়ে নদীটি দখল করে রাখায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। 

বক্তারা আরও বলেন, প্রশাসন এসব বাঁধ কেটে দিয়ে আসার পর পরই আবার ওই দখলবাজরা নদীতে বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করে রাখে। এসব দখলবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। তারা অবিলম্বে ভূলুয়া নদী খনন করার দাবীও জানান। মানববন্ধন শেষ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়।
আরএমবি/ এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,