For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

'শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব'

Published : Wednesday, 14 August, 2024 at 4:04 PM Count : 200

ধর্মীয় সম্প্রীতি ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

বুধবার সকালে রাঙামাটিতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পুলিশ সুপার বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর কোথাও কোনো অরাজকতা, লুটপাট, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে তাকে ছাড় দেওয়া হবেনা। আমরা চাই পাহাড়ে সকল সম্প্রদায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একে অন্যের পাশে দাঁড়াব এবং কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহায়তা করবে।

তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের আর যেন কোনো ক্ষতি সাধন না হয় সে দিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোনো ধরনের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে নজর রাখা হবে।
দুষ্কৃতিকারী কারো বন্ধু নয় বলে মন্তব্য করে পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না। মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পুলিশ তার দায়িত্ব থেকে বিন্দুমাত্র সড়ে দাঁড়াবে না। এরই মধ্যে সম্প্রীতির শহর রাঙামাটিকে যারা অশান্ত করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আইনগত তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। 

তাই পুলিশকে সহযোগিতা করার জন্য সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাহ নেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ ইমরান, সদর সার্কেল সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ডিবি ওসি মানস বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদারসহ বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,