For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

`আমার ছেলেকে ফিরিয়ে দিন, গুমকারীদের বিচার করুন'

Published : Thursday, 8 August, 2024 at 6:42 PM Count : 76

গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। মানববন্ধন থেকে ফেনীতে গুমের শিকার যুবক মাহবুবুর রহমান রিপনকে তাঁর মায়ের বুকে ফিরিয়ে দেয়ার দাবি করেন স্বজনরা। 

রোববার (৮ আগস্ট) দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে ও অধিকার ফেনী'র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরীক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠ'র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূইয়া, ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ,  অধিকার সদস্য তন্বী সোম ও গুম হওয়া যুবদল নেতা মাহবুবুল হক রিপনের বড় ভাই শিপু। 

মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে (র‍্যাব) ঘর থেকে তুলে নেওয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও হসিদ পায়নি ছেলের। গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১০ বছরও মেলেনি বিচার।'
তিনি বলেন, ডিজিএফআই'র আয়না ঘর থেকে একে একে অনেকে মুক্তি পাচ্ছে। যদি আমার ছেলে সেখানে থাকে তাকে ফেরত দিন। রিপনের মতো আর কোন ব্যক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও করেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, মানবাধিকার সংগঠক আবদুস সালাম ফরায়জী, জাফর আহমেদ ভূইয়াসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা।

এমএটিবি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,