For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিস্কার করছেন শিক্ষার্থীরা

Published : Wednesday, 7 August, 2024 at 8:22 PM Count : 116

শেখ হাসিনার সরকার পতনের পর রাজধানীর ন্যায় দিনাজপুর শহর জুড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করছেন তারা।

বুধবার (৭ আগস্ট) দিনাজপুর শহরের কাচারী মোড়,হাসাপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজার মোড়, মর্ডান মোড়, চারুবাবুর মোড়, কোতয়ালী থানা মোড়, চৌরঙ্গী সিনেমাহল মোড়, কলেজ মোড়, ফুলবাড়ী বাসষ্ট্যান্ড, পুলহাট, দিনাজপুর মেডিকেল কলেজ মোড়, বালুযাডাঙ্গা মোরসহ শহরের বিভিন্ন মোড়ে দেখা যায় শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করছেন।

এ সময় তারা শহরের বিভিন্ন রাস্তাগুলোও পরিস্কার করছেন। রাস্তাগুলো দেখে এবং যানবাহনকে নিয়ম মেনে চলা দেখে মনে হচ্ছে এ যেন মানুষের চিরচেনা দিনাজপুর শহর নয়। উন্নত কোন বিশ্বের ছবি। রাস্তায় কোন ময়লা আবর্জনা বা দোকান পাট নেই। নেই কোন যানজট।

কাচারী রেলঘুন্টি মোড়ে কথা হয় খালিদ হাসান নামে এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, রেলঘুন্ট এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে যানজট লেগেই থাকে। এখন ট্রাফিক পুলিশ না থাকায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা যানবাহন চালকদেরকে এক লাইনে চলাচলসহ ইজি বাইকের একদিকেই ওঠানামা, মোটর সাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করা এবং নির্দিষ্ট স্থান দিয়ে ইউটার্ন নেয়া, রাস্তার উপরে যাত্রী উঠানামা থেকে বিরত রাখার মত কাজগুলো করছি।
বাহাদুর বাজার মোড়ে বিকেল ৩টার সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করছিলেন সুমন নামে এক শিক্ষার্থী। কথা বলতে চাইলে তিনি বলেন, এখন কথা নয়, আমরা আগে দেশ গুছানো ও পরিস্কার শহর গড়ে তুলি তখন কথা হবে।

শিক্ষার্থীরা জানান, আমরা সকাল থেকে আছি। শিক্ষার্থীরা অনেকে বাঁশি ও পতাকা নিয়ে এসেছেন সিগন্যাল দেওয়ার জন্য। অনেকে আমাদেরকে স্বেচ্ছায় পানি  ও খাবার দিয়ে যাচ্ছেন। ট্রাফিক ফিরে আসার পরও আমরা তাদের সঙ্গে দিনাজপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে ও যানজট নিরসনে সহযোগীতা করে যাব।

এএইচএম/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,