For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বরিশালে ভাঙচুর-আগুন, নিহত ১

Published : Sunday, 4 August, 2024 at 5:44 PM Count : 93

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ ঘিরে বরিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের সাথে আ'লীগ ও এর অঙ্গ সহযোগীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছেন।

অপরদিকে, আন্দোলনকারীরা পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের বাসভবনের হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন দেয়।

নিহত টুটুল চৌধুরী নগরীর ১২ নং ওয়ার্ড অওয়ামী লীগ সাবেক সভাপতি।

রোববার বেলা ১২টার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের সিএন্ডবি সড়কে আগুন দিয়ে হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। মহাসড়কের নথুল্লাবাদ থেকে চৌমাথা পর্যন্ত আন্দোলনকারীদের দখলে চলে যায়।
বেলা পৌণে ১টার দিকে চৌমাথা থেকে নবগ্রাম সড়কে ঢুকে দখল করে নেয় আন্দোলনকারীরা। তারা নবগ্রাম সড়কে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর চালায়। তার বাসার গেটের মধ্যে এবং সামনের সড়কে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পরে। 

এর আগে বেলা ১১টা থেকে চৌমাথা থেকে নবগ্রাম সড়কে ছাত্রলীগ, যুবলীগ সশস্ত্র অবস্থান করছিল। এ সময় যানবাহন থেকে নামিয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে। মারধর করা হয়ে কিছু ছাত্রকে।

তবে ছাত্র আন্দোলনকারীদের স্রোতে সরে যায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ কারণে বেলা সাড়ে ১১টার পর আর মহাসড়কে যান চলাচল করছে না। 

এদিকে, ছাত্রলীগ, যুবলীগ নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অবস্থান করে পরে একপ্রর্যায়ে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীরা বিএনপি কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় দলীয় কার্যালয়ের সম্মুখে থাকা মহানগর সিটি এসবি সদস্য মনির ও জনতা অপটিক্যালস মালিকের মোটরসাইকেল দুটি পুড়িয়ে দেয়।

অন্যদিকে, পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুগত মহানগর সাবেক ছাত্রলীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও বি এম কলেজ সাবেক ভিপি মঈন তুষারের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ নগরীর চৌমাথা এলাকায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিলেও সেখানে তারা আন্দোলনকারীদের ধাওয়ার মুখে বেশি সময় দখল রাখতে না পেরে পিছু হটে।

কোতয়ালী মডেল থানা ওসি মোস্তাফিজুর রহমান ও দলীয় নেতৃবৃন্দ জানান, নগরীর নভগ্রাম সড়ক এলাকায় আন্দোলনকারীদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় নগরীর ১২ নং ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীর মৃত্যু হয়।

এ সময় পুলিশ বেশকিছু গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এখানেও পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া এই প্রথমবারের মত নগরীর উল্লেখ্যযোগ্য কোন স্থানেই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে মাঠে উপস্থিত দেখা যায়নি।

-আইএইচ/এমএ


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,