For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গফরগাঁওয়ে খেজুর বাগানে সফলতা

Published : Tuesday, 30 July, 2024 at 4:46 PM Count : 83

ময়মনসিংহেগফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে শখের বশে খেজুরের বাগান করে এখন সফলতার স্বপ্ন দেখছেন এজেন্সি ব্যবসায়ী শেখ রুকন উদ্দিন। এজেন্সি ব্যবসার পাশাপাশি তিনি শুরু করে খেজুর বাগান। খেজুরের বাগানে পরীক্ষামূলকভাবে সফলতা আসায় বৃহৎ পরিসরে শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন।

রুকন উদ্দিন জানান, ২০০১ সালে তিনি পাড়ি দেন প্রবাসে। ৮ বছর তিনি সৌদি প্রবাসী ছিলেন। ২০০৯ সালে দেশে চলে আসেন। ২০১২ সাল থেকে টানা তিনবার হজ্ব কাফেলার সাথে গিয়ে প্রতিবারই খেজুর গাছের চারা নিয়ে আসেন। তবে ২০১৪ সালে সফলতা আসে, ওই বছরের চারাটি টিকে যায়। এরপর মনে আশা জাগে ২০২২ সালে ২০ টি চারা সংগ্রহ করে ১৫ শতক জমিতে রোপন করে। চারাগুলো গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী থেকে তিনি সংগ্রহ করেন। প্রতিটি চারা গাছে খরচ হয়েছে ২১ হাজার টাকা। এখন বাগানে তিন জাতের চারা মরিয়ম, আম্বর ও রুথান আছে। বর্তমানে ২ টা গাছে রুথান ও আম্বরে ফলন এসেছে। বাগানে এ পর্যন্ত মোট চার লক্ষাধিক টাকা খরচ হয়েছে।

২০১৪  সালের প্রথম সৌদি আরব থেকে যে আজোয়া খেজুর গাছটি এনেছেন সেই গাছে গত ৩ বছর ধরে ফলন আসছে। ৪ টি চারাও হয়েছে পাশ দিয়ে। একটিতে কলম করেছে। সবগুলো কলম করে আলাদা করে চারা রোপণ করবে বলেও তিনি জানান। 

‘নিজে এখন কলম করে বাগানটির পরিসর আরও বৃদ্ধির চিন্তা করছেন। ৩০০ বালটিতে শাখার কলম দিয়ে চারা তুলেছেন। এ বছরেই বৃহৎ পরিসরে শুরু করতে জমি প্রস্তুত করছেন। উপজেলা কৃষি অফিস থেকে এখনো কেউ বাগানটিতে আসেনি।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার মোঃ রাকিব আল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাকে খেজুরের বাগানটিতে পাঠানো হবে। আমরা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবো।

এম/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,