For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

কারাগার থেকে পালানো জঙ্গি সোনারগাঁওয়ে গ্রেপ্তার

Published : Thursday, 25 July, 2024 at 9:16 PM Count : 70



নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে (৪৩) সোনারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে আদমজীনগরে র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানিয়েছেন। 
এর আগে বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস ধরে বন্দী ছিলেন।

জানা যায়, ফারুক আহমেদকে ২০২২ সালে ২৪ মার্চ সিলেটে অভিযান চলিয়ে গ্রেপ্তার করে র‌্যাব। সে জঙ্গি তৎপরতায় জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ১৯ জুলাই কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলে।  ওই সময় কারাবন্দি ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যান। এদের একজন ছিলেন ফারুক আহমেদ। আসামি ফারুক আহমেদ দুই দিন বোনের বাসায় থাকার পর ২২ জুলাই সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এইচএমআর/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,