For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

কারফিউ প্রভাব: কেমন চলছে খেটে খাওয়া মানুষদের

Published : Thursday, 25 July, 2024 at 9:31 PM Count : 81

প্রতীকি ছবিবৃদ্ধ বাদশা মিয়া (৬৫)। স্ত্রীসহ ৫ সদস্যের পরিবার। একটি ভ্যানগাড়িই তার সহায় সম্বল। এটি দিয়ে ঋণের কিস্তি প্রদান এবং সংসারের চাহিদা পূরণের চেষ্টা করেন। এরই মধ্যে শুরু হয় সরকারের দফায় দফায় কারফিউ। এ পরিস্থিতিতেও বেড় হয়েছেন ভ্যানগাড়ি নিয়ে। যাত্রীর অপেক্ষায় ছিলেন সড়কে। তেমন দেখা নেই যাত্রীর। হতাশভরা মুখে চাতক পাখির মতো চেয়েছিলেন রোজগারের দিকে।  

চলমান কারফিউতে এই বৃদ্ধের দেখা মেলে- গাইবান্ধার সাদুল্লাপুর শহরে। সেখানে সড়কের ওপর ভ্যানগাড়ি নিয়ে যাত্রী খুঁজছিলেন বাদশা মিয়া। তবে দীর্ঘ সময়েও মিলছিলো না যাত্রী। কারণ চলছিলো কারফিউ। টহলে ছিলেন সেনাবাহিনীর দল। রাস্তা প্রায় জনশূন্য। এ অবস্থায় সংসারের সদাই করতে চরম হতাশায় ভুগছিলেন তিনি। 

বিদ্যামান পরিস্থিতির শিকার শুধু এই বাদশাই না। এমন অসংখ্য বাদশাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। কারফিউতে উদ্ভুত পরিস্থিতি শান্তির দিকে আসলেও অশান্তিতে রয়েছে দিনমজুরদের। তারা দৈনন্দিন রোজগার করতে না পেরে অনেকটাই পড়েছেন বিপাকে। 

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি দফায় দফায় কারফিউ চলাকালে গাইবান্ধা জেলা-উপজেলা শহরের শপিংমলগুলোতে তালা ঝুলছিলো। ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানে বেচাবিক্রির ভাটা পড়েছে। একই সঙ্গে বন্ধ ছিলো অফিস-আদালত। সেনা সদস্যের টহলও চোখে পড়ার মতো। রাস্তাঘাট কিছুটা ফাঁকা ছিলো। সবমিলে জুরুরি প্রায়োজন ছাড়া সাধারণ জনগণ কমই বেড় হয়েছেন। ফলে কারফিউর প্রভাব পড়ে রিকশা-ভ্যান চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিত্যমজুর মানুষের ওপরে। তবে সেনাবাহিনী মাঠে থাকায় নাশকতার আতঙ্ক দূর হয়েছে মানুষের মাঝে।
সাদুল্লাপুর শহরে আসা ব্যাটারী চালিত ভ্যান চালক বাদশা মিয়া বলেন, পেটতো কারপু মানে না বাহে। ভয় ভয় করে গাড়ি নিয়্যা সড়কত বেড় হচোম। মানুষ কম থাকায় ভারা মারতে পারছোম না বাবা। একন এলা বউ-ছাওয়ালের খিলাবো কী। সরকার যেন হামার জন্নে কিছু সাহায্যে দেয়।                  

গাইবান্ধা শহরের পুরাতন বাজারের ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায় আলমগীর হোসেন। তিনি বলেন, কায়েকদিন ধরে এ শহরে কারফিউ চলমান রয়েছে। দিন-রাত দোকান বন্ধ রাখতে হয়। এর মধ্যে দিনে একবার ২-৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকে। এসময়ে সামান্য বিক্রিতে তেমন লাভ থাকছে না। ফলে সংসার পরিচালনা করতে চরম হিমসিম খেতে হচ্ছে। 

গাইবান্ধার সাদুল্লাপুর বাজার বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, চলমান কারফিউর প্রভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে সরকারের সহযোগিতা দরকার।

গাইবান্ধা জেলা রিকশা ভ্যান ও শ্রমিক ইউনিয়নের নেতা ওয়াসিম আলম জানান, আমাদের এই সংগঠনে সহস্রাধিক শ্রমিক রয়েছে। তারা সবাই রিকশা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এরই মধ্যে কারফিউর কবলে কমে গেছে তাদের আয়-রোজগার। এসব মানুষের ক্ষতি পূষিয়ে দেবে কে?  

টিএইচজে/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,