For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সুবিধাবঞ্চিতদের মধ্যে হাঁস বিতরণ

Published : Monday, 15 July, 2024 at 5:16 PM Count : 89

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা সভাকক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনরংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: মো: নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মোনাক্কা আলী, কুড়িগ্রাম জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র উপ পরিচালক মো: আব্দুল আজিজ প্রধান, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: শামীমা আক্তার। 
 
২০২০ সালের মার্চে বিলুপ্ত ছিটমহল ও নদী বিধৌত চরাঞ্চলে প্রাণিজ আমিষের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধি ও প্রাণিসম্পদ খাতে উন্নত ও লাগসই প্রযুক্তি সম্প্রসারণ করার লক্ষ্যে এই প্রকল্পের উদ্যোগ নেয়া হয়। ৫০০ টি পরিবারকে ১৫ টি করে মোট ৭৫০০টি হাঁস উপহার দেয়া হয়। এছাড়াও ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় ভূরুঙ্গামারী উপজেলায় মুরগী পালন প্যাকেজ, হাঁস পালন প্যাকেজ, ছাগল পালন প্যাকেজ, পাঠা পালন প্যাকেজ, ভেড়া পালন প্যাকেজ, বকনা পালন প্যাকেজ, কবুতর পালন প্যাকেজ, বায়োগ্যাস প্ল্যান্ট প্যাকেজ, ঘাস চাষ প্রদর্শনী, সাইলেন্স প্রদর্শনী প্যাকেজে মোট ৬৮৮৬ জন সুফলভোগ করে। 
এছাড়াও এই প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ৫৪ টি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯১১টি পরিবারকে মুরগী পালন, হাঁস পালন, ছাগল পালন সহ মোট ১০ প্যাকেজের সুবিধা দেয়া হয়। 

এলওয়াই/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,