For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ: পুলিশের এসআইয়ের মৃত্যু

Published : Monday, 15 July, 2024 at 5:13 PM Count : 115

সিরাজগঞ্জের সলঙ্গায় আসামি ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলামের মৃত্যু হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে। রেজাউল ইসলাম রায়গঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। 

সোমবার (১৫জুলাই) সকাল ১০টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম এলাকায় সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে। 

মৃত পুলিশ সদস্য রেজাউল ইসলাম নওগাঁ জেলার পত্মীতলা গ্রামের তোজাম্মেল হক শাহের ছেলে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের এরানদহ গ্রামের হত্যা মামলার আসামি নাজমুল হাসানকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল হাসান দৌড় দেয়। পুলিশও তার পিছু পিছু দৌড় দেয়। একপর্যায়ে নাজমুল সরস্বতী নদীতে ঝাঁপ দিলে এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাঁপ দেয়। দু’জনেই নদী পার হওয়ার চেষ্টা করলে এসআই রেজাউল নদীর পানিতে ডুবে যান। খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে। তবে আসামি নাজমুল হাসান সাঁতরে নদী পার হয়েছে কিনা বা সেও নদীতে ডুবে গেছে তা নিশ্চিত হতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল জানান সোমবার বাদ আসর পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয়া হবে।
উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুর ইসলাম বাবু বলেন, নদীতে ডুবে পুলিশ সদস্য নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে  অভিযান চালিয়ে পুলিশের এসআই রেজাউলের মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আসামি নাজমুল হাসান সাঁতরে নদী পার হয়েছে কিনা বা সেও নদীতে ডুবে গেছে কিনা তা নিশ্চিত হতে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক গোলাম আম্বিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের এসআই রেজাউলকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু এখানে পৌঁছার এবং চিকিৎসা নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।

এবি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,