For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ভুমি জরিপে অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন

Published : Monday, 15 July, 2024 at 2:40 PM Count : 318

বরগুনাআমতলীতে সাবেক ৫২ নং বর্তমান ৩৪ নং (বিএস) উত্তরটিয়াখালী মৌজায় ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ওই মৌজার ভুক্তভোগীরা।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে টিয়াখালী মৌজার পাঁচ শতাধিক ভুমি মালিকসহ ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলীর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা,  ইউপি সদস্য সোহেল খান, শিক্ষক মো. ফিরোজ আলম, খালেক বিশ্বাস, আজিজ হাওলাদার, আনোয়ার হাওলাদার, আব্দুল খালেক হাওলাদার, ফেরদৌস আকন, আমিনুল মৃধা হাশেম গাজী প্রমুখ।

বক্তারা বলেন, ৬ নং আমতলী ইউনিয়নের উত্তর টিয়াখালী মৌজায় ২০১৭ সালে ভুমি জরিপ কার্যক্রম চলছিল। ইতিমধ্যে মাঠ জরিপে অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হওয়ায় ৬ নং আমতলী ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। যার প্রেক্ষিতে প্রায় চার বছর জরিপ কার্যক্রম স্থগিত থাকে। পরবর্তীতে জরিপ কার্যক্রম শুরু হলে ভুমি মালিকরা জরিপ অফিসে গিয়ে দেখতে পান- এক মালিকের জমি অন্যজনের নামে কিংবা মৃত ব্যক্তিদের নামে এবং জেলা প্রশাসকের নামে নামজারী করে ডিপি/পর্চা করিয়েছে এবং আধা শতাংশের কম জমিতেও একটি দাগ/ডিপি করিয়েছে, যাতে ওয়ারিশ রয়েছে চার জন। এভাবে মনগড়া ইচ্ছামত নামে বে-নামে ও নাল জমি সরকারি খাসে ডিপি/পর্চা খুলিয়াছে।
ওই মৌজায় বিএস দাগ হবে প্রায় পাঁচ হাজার কিন্তু ৩০ ধারা কেস হয়েছে প্রায় ১১ হাজার। এতে পরিলক্ষিত হয় যে, তারা পরিকল্পিত এবং মনগড়া কাজ করেছেন। এই দাগ সংশোধন করতে হলে তারা প্রতি শতাংশ জমিতে এক হাজার টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে বিএস ডিপি/পর্চা করার কথা বলেন। প্রতিটি ডিপিতে ৩০ ধারা করতে হলে তাদেরকে (অফিস কর্মকর্তা) ৩০০ টাকা দিয়ে ৩০ ধারা করতে হয়। ভুমি মালিকদের না জানিয়ে ও মাইকিং না করে তারা মাঠে ক্যামেরা দিয়ে নকশা তৈরী করে। ভুক্তভোগীরা উত্তর টিয়াখালী মৌজাবাসী পুনঃরায় ডিজিটাল ভুমি মাঠ জরিপ চাচ্ছে।

৫২ নং উত্তর টিয়াখালী মৌজাবাসী পটুয়াখালী ভুমি জরিপ সেটেলমেন্ট অফিসারের (ইনচার্জ) দপ্তরে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ করার পরও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগীরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোট সেখানে তিন মাসের মধ্যে সমস্যা নিষ্পত্তির জন্য বাদিপক্ষের অনুকূলে রুল জারি করেন। রিট পিটিশনের রুলের কপি পটুয়াখালী ভুমি জরিপ সেটেলমেন্ট অফিসারের (ইনচার্জ) দপ্তরে গত ২/৪/২৪ ইং তারিখ বাদিপক্ষ পৌঁছে দেন এবং রিসিভ কপি স্বাক্ষর করিয়ে আনেন। 

কিন্তু রিট পিটিশন রুল অনুযায়ী- ভুমি জরিপ অফিস কাজ করছেনা। আমতলী ভুমি জরিপ অফিসের অফিসারবৃন্দ হাইকোর্টের নির্দেশ ও বিধি অমান্য করে তোড়জোড় করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৩০ ধারা আপত্তির কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে। এ সুযোগে এক শ্রেণীর দালাল ও অসাধু কর্মকর্তারা কাগজপত্র ঠিক করে দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্তভোগীরা অবিলম্বে ভুমি জরিপের এসব অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন।

মানববন্ধন, বিক্ষোভ মিছিল শেষে ভুমি মন্ত্রী, বরগুনা জেলা প্রশাসক, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারক লিপি প্রদান কছেন টিয়াখালী মৌজার ভুক্তভোগী জনসাধারণ।

এ ব্যাপারে আমতলী ভুমি জরিপ অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. এমদাদুল হক বলেন, অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখবো।

-এসকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,