বগুড়ায় বৃক্ষ মেলার উদ্বোধন
Published : Saturday, 13 July, 2024 at 4:28 PM Count : 116
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এমন প্রতিপাদ্যে বগুড়ায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
এরপর শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জাকির হোসেন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতলুবর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান।
বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছের কারণে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে আছি। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। অবাধে গাছ নিধন করার জন্য বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। একটি গাছ কাটলে কমপক্ষে আরও তিনটি গাছ রোপণ করতে হবে।
মেলায় ৩৯টি স্টলে ২৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলা চলবে ১৯ জুলাই পর্যন্ত।
-এমএ/এমএ