For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গোপালগঞ্জে গ্রাম ডাক্তারের জেল জরিমানা

Published : Thursday, 11 July, 2024 at 6:02 PM Count : 135

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের জলিরপাড় বাজারের "প্রত্যাশা ফার্মেসি" তে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফার্মেসির মালিক প্রসুন বালাকে ৩ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকানটি তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নুর। 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং গোপালগঞ্জ জেলা ওষুধ তত্বাবধায়ক বিথি রানী মন্ডল উপস্থিত ছিলেন। 

মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, জলিরপাড় বাজারের প্রত্যাশা ফার্মেসি-তে বিপুল পরিমাণ অ-নিবন্ধিত ওষুধ ও বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন ওষুধ পাওয়া যায়। ফার্মেসির মালিক প্রসুন বালা এখতিয়ার বহির্ভুতভাবে প্রেসক্রিপশন প্যাড ছাপিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে জনগণকে চিকিৎসার নামে প্রতারিত করে যাচ্ছিলেন। এ সকল অপরাধের শাস্তি হিসেবে তাকে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকানটি তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়।
এমএইচএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,