মেয়ের বাড়িতে যাওয়া হলো না দীনেশের
Published : Tuesday, 9 July, 2024 at 9:14 PM Count : 147
দিনাজপুরের পার্বতীপুরে দীনেশ ঘোষ (৫০) নামে এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত দীনেশ ঘোষ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ঘোষপাড়া গ্রামের ননীর ছেলে।
জানা গেছে, চার বছর আগে মেয়ে রিপা ঘোষকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী গ্রামের সুভাষ চন্দ্র ঘোষের ছেলে সজীব ঘোষের সাথে বিয়ে দেন দীনেশ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে সান্তাহার থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেন যোগে মেয়ের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে এসে নামেন তিনি। পরে একটি হোটেল থেকে দই ও মিষ্টি কিনে ওভারব্রিজ অতিক্রমের সময় গুরুতর অসুস্থ হয়ে পরেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওভারব্রিজ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়ে রিপা ঘোষ এর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছে থাকা নগদ ২৫০০ টাকা একটি বাটন মোবাইল ও তার ব্যাগ পরিবারের কাছে দেয় পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
এএএম/এসআর