For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

Published : Tuesday, 9 July, 2024 at 10:52 AM Count : 146

নেত্রকোণাপূর্বধলায় খরিপ-২/২৪-২৫ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। 

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর কবীর। 
আরও বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, পূর্বধলা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আইয়ুব আলী। 

অনুষ্ঠানে উপজেলার মোট ১ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্য ১ বিঘা করে জমির জন্য উচ্চ ফলনশীল জাতের উফসী বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুজিবর, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, বোটের ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, পূর্বধলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সাধারণ কৃষক, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীবৃন্দ। 

-এআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,