For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

পোরশায় একাধিক প্রাথমিক বিদ্যালয়ে চুরি

Published : Monday, 1 July, 2024 at 1:02 PM Count : 100

নওগাঁপোরশায় গত দুই মাসে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘঠিত হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অসহায়ত্বের মধ্যে পড়েছেন। বিভিন্ন সময় থানায় অভিযোগ করেও কাজ হচ্ছে না।

উপজেলার কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিছিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়রনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় থেকে অফিসের তালা ভেঙ্গে প্রজেক্টর, ল্যাপটপ, বিদ্যালয় সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমার, আর্থিং তারের ঢাকনা, বিদ্যুতের তার, বিদ্যালয়ের ফুল বাগানের লাগানো লোহার তৈরী গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপকরণ চুরি করে নিয়ে গেছে।

মিছিরা এবং কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী ও আশিক জানান, তাদের বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় থেকে সংঘবদ্ধ চোরের দল অফিসের তালা ভেঙ্গে বিভিন্ন কাগজপত্র তছনছ করে মূল্যবান উপকরণসহ জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এতে তারা আতংকে আছেন। এ বিষয়ে তারা থানায় অভিযোগ করেছেন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে উপজেলা প্রশাসন সংলগ্ন নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরি হয়েছিল। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম ওলিউল ইসলাম জানান, বিগত দুই মাস থেকে এ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে। কোনো ভাবেই চুরি রোধ করা যাচ্ছে না। বিদ্যালয়গুলোতে নৈশপ্রহরী থাকলে হয়তো চুরি রোধ করা সম্ভব হতো। তবে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে লিখবেন এবং যথায়থ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাবেন।
পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তারা কিছু বিদ্যালয় থেকে অভিযোগ পেয়ে মালামাল উদ্ধার করে দিয়েছেন। এ ব্যপারে তারা তৎপর রয়েছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈশপ্রহরী নিয়োগ দেন এ বিষয়ে তারা সুপারিশ করছেন। নৈশপ্রহরী থাকলে চুরি রোধ সম্ভব হবে।

-এমআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,