For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পূর্বধলায় অনুপস্থিত ১৭

Published : Monday, 1 July, 2024 at 12:18 PM Count : 631

নেত্রকোণাপূর্বধলায় সাতটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। রোববার সকালে পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করে।

তথ্যমতে, চলতি বছর উপজেলার ১১টি ইউনিয়নের মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯৩০ জন। পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৯১৩ জন। তাদের মধ্যে এইচএসসিতে এক হাজার ৩৫২ জনের মধ্যে অনুপস্থিত ৮ জন, আলিম ১০৯ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন এবং এইচএসসি ভোকেশনাল বিভাগে ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল হাসানের পক্ষ থেকে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের জন্য সাংবাদিকদের অনুমতি থাকলেও উপজেলা সদরের রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের কেন্দ্র সচিব আবু রায়হান রফিকুল ইসলাম সাংবাদিকদের কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেননি।

এ বিষয়ে কেন্দ্র সচিব আবু রায়হান রফিকুল ইসলাম বলেন, উপরের নির্দেশ আছে কোনো সাংবাদিককে কেন্দ্র পরিদর্শনে অনুমতি দেওয়া যাবে না। অভিযোগ আছে যে, এই কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও সুশৃংখল ভাবে হয়নি। 
রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের হল সুপার দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের দেখেই ক্ষিপ্ত হয়ে বলেন, সাংবাদিকদের কেন্দ্র পরিদর্শনের কোনো সুযোগ নেই।

মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসকের সংশ্লিষ্ট শাখা বলতে পারবে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমি এ বিষয়ে কিছুই জানিনা। 

সহকারী কমিশনার (ভুমি) নাজনীন আক্তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে বলেন, সাংবাদিকদের যথাযথ পরিচয় প্রদান করে কেন্দ্র পরিদর্শনের সুযোগ রয়েছে। এ বছর শান্তিপূর্ণ পরিবেশে উপজেলায় নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।                           

-এআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,