For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা নেই

Published : Saturday, 29 June, 2024 at 11:19 AM Count : 103

ভরা মৌসুমেও পদ্মা নদীতে ইলিশের দেখা পাচ্ছে না রাজবাড়ীগোয়ালন্দ উপজেলার জেলেরা। এর ফলে চরম বিপাকে পড়েছেন মাছের উপর নির্ভরশীল সংশ্লিষ্টরা।

জানা যায়, আষাঢ়-শ্রাবণ এ দুই মাস ইলিশের ভরা মৌসুম। এ বছর ইলিশের ভরা মৌসুম শুরু হলেও দৌলতদিয়ার পদ্মা-মেঘনা নদীতে মিলছে না কাঙ্খিত ইলিশ। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না জেলেদের।

সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া পদ্মা পাড়ের ছাত্তার মেম্বার পাড়া, মুন্সি বাজার, দেবগ্রাম ইউনিয়নের কাওয়াল জানি পাড়ার অধিকাংশ লোক মাছ ধরা পেশার উপর নির্ভরশীল। এই এলাকার জেলেরা পরিবার পরিজন নিয়ে নদী পাড়ে বসবাস করেন। তারা অধিকাংশ দাদন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে নৌকা তৈরি করে এই সময়ের জন্য অপেক্ষা করেন। কিন্তু এবার বৃষ্টি একেবারেই নেই বললেই চলে। আষাঢ় মাসেও খরা।

জেলেদের সাথে কথা বলে জানা যায়, রাতভর জেলেরা মাছ ধরে একে একে নৌকা নিয়ে ঘাটে ফিরছেন। রাতের ধরা মাছ তারা বিক্রির জন্য নিয়ে আসছেন আড়তে। সারা রাত জাল টেনে ধরা মাছ দেখে জেলেরাই হতাশ। কারণ এ মাছ বিক্রি করে তাদের হাজিরাই উঠছে না। এমন অবস্থায় অনেকে ট্রলারের ওপরে রান্না করছেন, আবার কেউ পরস্পরের সঙ্গে গল্প করে অলস সময় পার করছেন।
জেলে নাসর সরদার বলেন, 'সারা দিন নদীতে জাল ফেললেও কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না। আড়তদারদের কাছ থেকে নেওয়া দাঁদন পরিশোধ করতে না পেরে ঋণের বোঝা আরও বেড়ে যাচ্ছে। তাই অনেক জেলে জাল গুটিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।'

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা গ্রামের জেলে শিব প্রসাদ হালদার বলেন, 'আমি এই পদ্মা নদীতে মাছ ধরি ২৫ বছর ধরে। এ বছর দেখছি নদীতে ইলিশ মাছের খুবই আকাল। তারপর নদীতে গভীরতা নেই। সারা দিন নদীতে জাল বেয়ে ১-২ কেজি জাটকা ইলিশ পাওয়া যায়। বড় কোনো ইলিশ নদীতে পাওয়া যায় না। মনের দুঃখে অনেকেই নদীতে মাছ ধরতে যাচ্ছেন না। বেকার ও অলস সময় কাটাচ্ছেন তারা।' 

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ বলেন, 'আমরা জেলেদের ওপর নির্ভরশীল। তারা যদি মাছ না পায় তাহলে আমরা কীভাবে মাছ কিনব। আর কীভাবে এই মাছ অন্যত্র বিক্রি করে ব্যবসা করব। তারা ক্ষতিগ্রস্ত হলে আমরাও ক্ষতিগ্রস্ত হই।'

জেলেরা নিবন্ধন তালিকার অনিয়ম নিয়েও এ সময় অভিযোগ করেন। তারা বলেন, প্রজনন মৌসুমে যখন ইলিশ ধরা বন্ধ ছিল তখন অনেক জেলেই সরকারি ভাবে কোনো সহায়তা পাননি। এমনকি সরকারি ভাবে জেলে নিবন্ধন তালিকা থেকে বাদ পড়েছেন অনেক প্রকৃত জেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজী বলেন, 'রাজবাড়ীর পদ্মা-মেঘনা নদীতে আমরা বছর জুড়ে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে কাজ করছি। বিশেষ করে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আমরা জেলেদের সচেতন করে আসছি। এ বছর জাটকা সংরক্ষণ সফল হয়েছে। আগামী মৌসুমে এটির সুফল পাবে জেলেরা। তারপরেও নদীতে চর জেগে উঠা, নদীর পানি দূষণ ও ইলিশের খাদ্য হ্রাস পাওয়ায় মিঠা পানিতে ইলিশের বিচরণ কম। তবে ভরা মৌসুমে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।'

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,