For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

শিবগঞ্জে জেলা পরিষদ সদস্যসহ ২ জনকে কুপিয়ে-গুলি করে হত্যা

Published : Friday, 28 June, 2024 at 1:56 PM Count : 117

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা পরিষদের সদস্যসহ দুই জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ দিকে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য  আব্দুস সালাম (৪৫) এবং হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন (৪২)। 

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম পিপিএম। নিহত আব্দুস সালাম নয়ালাভাঙ্গা ইউনিয়নের মৃত মো. এত্তাজ আলীর ছেলে ও আব্দুল মতিন ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে রাণীহাটি ডিগ্রি কলেজের সামনে আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামের কাছে আব্দুস সালামসহ কয়েকজন বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালায়। দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলেই আব্দুস সালাম নিহত হন। তাঁর মুখ-মন্ডলে এলোপাতাড়ি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও গুলি করে দুর্বৃত্তের দল।
এ সময় গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষক মতিনকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের বাঁচাতে গিয়ে আরও ২ জন আহত হন। 

আহতরা হলেন, মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এস্তাম আলীর ছেলে আব্দুর রহিম বাদশা ও রাণীহাটি ফতেপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুস সালাম টিটু। আহত টিটুও গুলিবিদ্ধ হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হসাপাতলের চিকিৎসক ডা. মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯ টার দিকে মতিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথা ও পায়ে গুলির চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এরই জেরে তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম পিপিএম বলেন, পূর্ব বিরোধের জেরে অতর্কিতভাবে হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। 

এদিকে হত্যাকাণ্ডের পর নিহতের সমর্থক ও এলাকবাসী জেলার সোনামসজিদ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এতে বন্ধ  হয়ে যায় মহাসড়ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

জেএইচপি/ এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,