For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

হাজীগঞ্জে বসতবাড়ি থেকে ২৪৯০ কেজি সরকারি চাল জব্দ, আটক ২

Published : Tuesday, 25 June, 2024 at 10:28 PM Count : 187

চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পৃথক দুইটি বসতবাড়ি থেকে ৮৩ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুন) রাতে ওই ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়ি থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে হাজীগঞ্জ থানার পুলিশ এ চাল জব্দ করেন।

এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওই সময়ে শত শত উৎসুক জনতা সরকারি চাল জব্দের খবরে মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে হাজির হয়। এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। চাউল উদ্ধারের ঘটনায় গা ঢাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু।

জানা গেছে, সরকারি চাল বসতবাড়িতে মজুদ করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসেনকে সঙ্গে নিয়ে মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান।

অভিযানে মমিনের বসতঘর থেকে খাদ্য অধিদপ্তরের সিল-সংবলিত ২২ বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে ৬১ বস্তা সরকারি চালসহ মোট ৮৩ বস্তা সরকারি চাল জব্দ করেন। এর মধ্যে প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ৮৯০ কেজি চাল রয়েছে। একই সময়ে মমিনের বসতঘর থেকে ৮টি খালি বস্তাও জব্দ করা হয়।
এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চাল প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের জিআর প্রকল্পের। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এই চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযান চলাকালীন সময়ে স্থানীয়রা সংবাদকর্মীদের বলেন, কোরবানির (ঈদ-উল আজহা) পূর্বে প্রত্যেক গরীব মানুষকে ১০ কেজি চাউল দেয়ার কথা থাকলেও চেয়ারম্যান ট্যাগ অফিসারের যোগসাজসে আমাদেরকে মাত্র ৫/৬ কেজি করে চাল দিয়ে বাকী চাউল আত্মসাত করেছে। আজ ধরা খাইছে।

এ বিষয়ে হাজীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আব্দুল হালিম সংবাদকর্মীদের জানান, বিষয়টি দেখার জন্য হাজীগঞ্জ থানার একজন এসআই ও উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা গোডাউনে চালের বস্তাগুলো মিলাচ্ছেন।

এসময় তিনি বলেন, গত কয়েক দিনে গোডাউন থেকে যতবস্তা চাল বের হয়েছে, সব বস্তার গায়ে সুনামগঞ্জ লেখা ছিলো। এতে বুঝা যাচ্ছে চাউলগুলো জিআর এরই হবে। এছাড়াও একই লেখা সংবলিত বস্তায় কাবিখার চালও সাপ্লাই দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, কাবিখার চালতো বাজারেই বিক্রয় করে দেয়।

এ ব্যাপারে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু বলেন, এ চালগুলো কাবিখার। স্থানীয় মেম্বার চালগুলো গ্রামের লোকদের কাছে বিক্রয় করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেম্বার পলাতক কিনা তা আমি বলতে পারবোনা।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চালগুলো জিআর নাকি অন্য কোন প্রকল্পের। যদি জিআর এর হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচইউ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,