For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রেলওয়ের দপ্তরে বসে ২ নিরাপত্তাকর্মীর মাদক সেবন, অবশেষে বরখাস্ত

Published : Tuesday, 25 June, 2024 at 3:13 PM Count : 131

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি দপ্তরে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য জমিয়ে তুলেছিলেন মাদকের আসর। সে ভিডিও ধারণ করে ভাইরাল করেছে তাদেরই সহযোগী। মাদক সেবনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)’র দুই সদস্যকে বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ।

সোমবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য মাদক সেবনে বিভোর। আরেক ব্যক্তি সেই ভিডিও মুঠোফোনে ধারণ করছেন। ভিডিওতে দু’জনের চেহারা বোঝা গেলেও ভিডিও ধারণকারী ব্যক্তির চেহারা বোঝা যায়নি।

অভিযুক্তরা হলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)’র সিপাহী সাদ্দাম হোসেন ও শাহিনুর রহমান। তারা উভয়েই রাজশাহী রেলওয়ের আরএনবি শাখার নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্য।
ভিডিওতে দেখা যায়, সাদা কাগজের ওপর মেঝেতে সারিবদ্ধ ভাবে বেশ কয়েকটি ইয়াবা সেবনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এর কিছু দূরে নিরাপত্তা কর্মী সাদ্দাম হোসেন ইয়াবা সেবন করছে। পাশের আরেকটি চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সিপাহী শাহিনুর রহমান। এরপর তার কথা বলা শেষ হলে দু'জনই একসাথে মাদক আড্ডায় মেতে উঠে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এমন মাদক সেবনের কর্মকাণ্ড।

খোঁজ নিয়ে জানা যায়, সাদ্দাম ও শাহিনুর নিয়মিতই মাদক সেবন করে। স্থানীয় মাদকসেবীদের সাথে সখ্যতা গড়ে তুলে রেলওয়ের পরিত্যক্ত ভবন, ফাঁকা রুমে প্রায়শই মাদকের আসর বসাতেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক (আরএনবি) নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানান, সাদ্দাম ও শাহিনুর তারা নিয়মিত মাদক সেবনের সাথে জড়িত। প্রায় সময়ই তারা রেলওয়ের ভবনের বিভিন্ন (রুমে) রাতে মাদকের আড্ডা বসায়। এতে যোগ দেয় বহিরাগতরাও। তাদের এমন কর্মকাণ্ড চললেও রাজনৈতিক ছত্রছায়ায় ভয়ে কেউ মুখ খুলতে পারেনা বলে অভিযোগ তাদের।

ভিডিও সত্যতা জানতে (আরএনবি)’র নিরাপত্তা কর্মী অভিযুক্ত (সিপাহী) শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনা সত্যতা স্বীকার করেন। তবে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

অপর অভিযুক্ত সাদ্দাম হোসেনকে মুঠোফোনে কল দেয়া হলে, তিনি তার ফোনটি বন্ধ করে দেন।

যাত্রীদের অভিযোগ, রেলে ভ্রমণে এসে রাজশাহী স্টেশনেও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন যাত্রীরা। রাতে প্রকাশ্যে চলে মাদক সেবনের আড্ডা। সেখানে স্থানীয় কিশোর গ্যাঙের সদস্যদের নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাদক সেবন করেন। এ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরাও জনপ্রতিনিধি সংশ্লিষ্টদের মৌখিক অভিযোগও দিয়েছেন।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পরে খোঁজখবর নিয়ে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পওয়া গেছে। এ কারণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

-আরএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,