For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সড়কে চাঁদাবাজি, নগদ টাকাসহ আটক ৩৪

Published : Tuesday, 25 June, 2024 at 2:07 PM Count : 89

নোয়াখালীসদরবেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ৩৪ জনকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় চাঁদা আদায়ের নগদ ৯৮ হাজার ৫১৫ টাকা, ৩৪টি মোবাইল, লাঠিসোঁটা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়। 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এ তথ্য জানান। 

এর আগে সোমবার দুপুরে সদর ও বেগমগঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয়।
  
র‍্যাব জানায়, আটককৃতরা চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তারা নোয়াখালীর সদর উপজেলার মাইজদী বাজার, দত্তেরহাট, সোনাপুরের এবং বেগমগঞ্জের চৌমুহনী, চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি অটোরিকশা থেকে চাঁদাবাজি করে। তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাস্তার উপর অবস্থান নেয়। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ও অভ্যন্তরীণ পণ্যবাহী যানবাহন ঢাকা ও চট্টগ্রাম থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে চালকদের থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করতো। চালকরা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাংচুর, চালক-সহকারীকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। 

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, চক্রটি জেলার বিভিন্ন এলাকার মহসড়ক থেকে প্রতি রাতে পণ্যবাহী গাড়ি, সিএনজি, অটোরিকশা চালকদের থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে বলে জানা যায়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর বেগমগঞ্জ থানা ও সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে। 
এদিকে এসব চাঁদাবাজদের আটক করায় র‍্যাবকে ধন্যবাদ জানান সাধারণ যাত্রীরা। আটকের খবর ছড়িয়ে পড়লে বেগমগঞ্জ,  সোনাপুরসহ বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেন সড়কে হয়রানীর শিকার হওয়া যাত্রীরা।

-আইইউ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,