For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

চরফ্যাশনে রাসেলস ভাইপার আতঙ্ক

Published : Sunday, 23 June, 2024 at 12:02 PM Count : 139

ভোলাচরফ্যাশন উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বিষাক্ত রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্ক দেখা দিয়েছে। পৌরসভা ৪ নং ওয়ার্ডের ভদ্রপাড়ায় কালিবাড়ী রোডের পূর্ব পাশে সড়কে ৩২টি সাপের বাচ্চাসহ একটি বড় সাপ পাওয়া যায়। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে বাচ্ছাসহ আগুনে পুড়িয়ে মেরে ফেলেন স্থানীয়রা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৫ মিনিটের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে।

পৌরসভা ৪ নং ওয়ার্ডের গৃহবধূ তাছলিমা বেগম বলেন, ‘আমরা শিশুদের নিয়ে খুবই আতঙ্কে রয়েছি।’

অপরদিকে, উপজেলার মাদ্রাজ ইউনিয়নের বেতুয়া এলাকায় একই প্রজাতির আরেকটি সাপ দেখা যায়। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মেঘনা নদীর চরাঞ্চলে বিভিন্ন জাতের সাপের উপদ্রব দেখা দিয়েছে। দেখা মিলেছে রাসেলস ভাইপার সাপের। ফলে মেঘনা নদীর তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন। একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে নদী তীরবর্তী ও চরাঞ্চলের বিভিন্ন এলাকায়। 

নতুন সুইলিজের শাহজাহান বলেন, ‘বেড়িবাঁধের পাশে বিষধর রাসেলস ভাইপার দেখতে পেয়ে সবাই মিলে সাপটিকে মেরে ফেলেছে। এখন এলাকার মানুষ ভয়ে রাস্তা ঘাটে চলাফেরা করতে পারছে না।’

ইসমাইল বলেন, ‘জোয়ারে নদীতে পানি বৃদ্ধির ফলে রাসেলস ভাইপার সাপটি বেড়িবাঁধে চলে আসে, সাপটি যখন চলে যাচ্ছিল তখন আমি লোকজন ডাক দিলে তারা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।’

এ বিষয়ে মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুল হাই বলেন, ‘আমি খবর পেয়েছি, আমাদের ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার সাপ ধরা পড়ছে। আমরা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছি।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুুর রহমান বলেন, ‘চন্দ্রবোডা বা উলু
বোডা ভাইপারিডি পরিবারভুক্ত একটি অন্যতম বিষধর সাপ। এই সাপ সবচেয়ে বিষাক্ত ও এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহির্গামী বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, ‘সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয। তবে চন্দ্রবোডা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। এরা বছরের যেকোনো সময় প্রজনন করে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। তবে কোনো কোনো চন্দ্রবোড়া সাপের ৮০টি পর্যন্ত বাচ্চা দেয়ার রেকর্ড আছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভন বসাক বলেন, ‘রাসেলস ভাইপার নিয়ে কোনো আতঙ্ক নয়। কামড়ের সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা হলে ইনজেকশন দিলেই বিষ নষ্ট হয়ে যাবে।’

-এসএফ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,