For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

শান্তিগঞ্জে কমছে বন্যার পানি, ফিরেছে স্বস্তি

Published : Friday, 21 June, 2024 at 5:02 PM Count : 110

সুনামগঞ্জেশান্তিগঞ্জে গতরাত থেকে বৃষ্টি হয়নি। শুক্রবার সকাল থেকে দেখা মিলেছে রোদের। এতে কমেছে বন্যার পানি। তবে পানি নামার গতি খুবই ধীর। উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, মানুষের বসতবাড়িতে এখনো বন্যার পানি। সেকারণে এখনও বাসাবাড়িতে ফিরতে পারেননি বাসিন্দারা। পানি নামায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ঘরে ফেরার আশায় বুক বাঁধছেন বানভাসিরা৷ 

শুক্রবার (২১ জুন) উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, ধীর গতি হলেও কমছে বন্যার পানি। যে জায়গায় আগে হাটু সমান পানি ছিল এখন সেখানে অল্প পানি৷ ডুবে যাওয়া ঘরবাড়ি থেকেও নামছে পানি। এমন আবহাওয়া অব্যাহত থাকলে কিছু দিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে। তবে এখনো আশ্রয়কেন্দ্রে আছেন ঘরহারা মানুষ। কিছু কিছু এলাকায় ঘরবাড়ি প্লাবিত হওয়ায় গবাদিপশু নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন অনেকে। পানি কমতে থাকায় সবার মনে কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে। 

এদিকে বন্যা পরিস্থিতির শুরু থেকেই বন্যার্তদের পাশে আছে উপজেলা প্রশাসন৷ ইতিমধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও প্লাবিত এলাকা ঘুরে শুকনো খাবার ও সহায়তা প্রদান করা হয়েছে৷ বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুমের পাশাপাশি সকল সহযোগীতা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন৷ 

বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেন, পানি কমছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছেন। এতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে যাদের বাড়িঘর থেকে এখনো পানি নামেনি, তাদের ভোগান্তি আগের মতোই আছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এভাবে আবহাওয়া থাকলে দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা চারদিকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি৷ ত্রাণ বিতরণ অব্যাহত আছে৷ 

এসএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,