For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

পটুয়াখালীর ২৫ গ্রামে পালিত হচ্ছে ঈদ

Published : Sunday, 16 June, 2024 at 12:56 PM Count : 94

পটুয়াখালীর ২৫ গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সাথে সংগতি রেখে পবিত্র ঈদ-উল-আজহা পালন করছেন। সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় দুই হাজার মানুষ রোববার সকালে ঈদের নামাজ আদায় করেছেন।

সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। 

দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন জানন, সৌদি আরবের সাথে সংগতি রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা শুরু করেন। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদও উদযাপন করেন। একই ভাবে সৌদি আরবের সাথে সংগতি রেখেই তারা ঈদ-উল-আজহাও পালন করে।

সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফ মাঠে পশু কোরবানি করা হয়।
জেলার ২৫ গ্রামের মধ্যে রয়েছে- গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর। 
তারা সবাই হানাফি মাজহাবের কাদেরিয়া তরিকার অনুসারী। তাদের বর্তমান পীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহ সুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।

আজকে ঈদের নামাজে ইমামতি করেন পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম গনি।

-এমপি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,