For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নাকুগাঁও স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন

Published : Saturday, 15 June, 2024 at 4:47 PM Count : 97

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শেরপুরেনালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে টানা ছয় দিন আমদানি-রপ্তানি ও লোড-আনলোড বন্ধ থাকবে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 

বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জানা যায়, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমাদানি-রপ্তানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম রোববার (১৬ জুন) থেকে শুক্রবার (২১ জুন) পর্যন্ত টানা ছয় দিন বন্ধ থাকবে। আগামী শনিবার (২২ জুন) থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সকল কার্যক্রম শুরু হবে।

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ছয় দিন নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। 
তিনি জানান, শনিবার থেকেই এই স্থলবন্দর বন্ধ ঘোষণা করার কথা থাকলেও ওপারে ভারত অংশে পাথরভর্তি ভুটানের কিছু ট্রাক আটকে আছে। সেই ট্রাকগুলো শনিবার নাকুগাঁও স্থলবন্দরে আনলোড হবে। তাই এই বন্দর রোববার থেকে টানা ছয় দিন বন্ধের কবলে পড়ছে।

নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারি বন্ধ তিন দিন থাকলেও ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে নাকুগাঁও স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। ভারত-বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে। যাত্রীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন। এতে যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না।

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,