For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

টুং টাং শব্দে মুখরিত কামারপল্লী

Published : Saturday, 15 June, 2024 at 3:47 PM Count : 122

পবিত্র ঈদ-উল-আজহার আর মাত্র দুই দিন। দিন-রাত এক করে কাজে ব্যস্ত কামাররা। ব্রাহ্মণবাড়িয়াবিজয়নগর উপজেলার সর্বত্র পশু জবাই, ব্যবচ্ছেদ ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করা হয়। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে দা, ছুরি, চাকু, টাকশাল, কুড়াল ইত্যাদি।

উপজেলার চান্দুর ইউপির রসুলপুর রামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নিত্যরঞ্জন কর্মকার জানান, বাপ-দাদার ঐতিহ্য এ কামার শিল্প। বিগত দিন এ পেশা খুবই লাভজনক ছিল। এই ধরনের সরঞ্জামের চাহিদা ছিল অনেক বেশি। বর্তমানে চাহিদা কমে যাওয়ায় এ কাজ ছেড়ে দিয়েছেন অনেকেই। তাই দক্ষ কারিগরের অভাব দেখা দিয়েছে। মজুরের মূল্য অনেক বেশি। এছাড়া কামার শিল্পের কাঁচামাল যেমন- কাঠকয়লা, লোহা, ইস্পাত ইত্যাদির দাম আগের তুলনায় অনেক বেশি। তাই মানুষ বিকল্প চিন্তা করে অটো মেশিনের তৈরি জিনিস ও বিদেশ থেকে চায়না মাল আমদানি হওয়ায় তাদের ব্যবসায় অনেকটা ভাটা পড়েছে।

মানিক কর্মকার জানান, কামাররা পূর্বে কৃষি যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের দেশীয় লোহার হাতিয়ার তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পূর্বে বাপ-দাদার ঐতিহ্যগত সূত্রে এ পেশায় সবাই নিয়োজিত থাকলেও কালের পরিক্রমায় বর্তমানে এ পেশা থেকে অনেকে মুখ ফিরিয়ে চাকরি অথবা অন্যান্য ব্যবসায় দিকে ঝুঁকছে। এখন হাতে গোনা কিছু লোক এ ব্যবসায় জড়িত। তারা কৃষি যন্ত্রপাতি ও অত্যাবশ্যকীয় গৃহস্থালি যন্ত্রপাতি যেমন- দা, কাঁচি, কোদাল ,কুড়াল, ফলা, শিকল, জোয়াল, বেলচা, চাকু, টাকশালসহ সকল ধরনের যন্ত্রপাতি তারা তৈরি করতে পারে।

তিনি জানান, বছর ঘুরে ঈদ-উল-আজহা উপলক্ষে আমরা এর অপেক্ষায় থাকি, খুশি হই। কারণ এ সময় যন্ত্রপাতির চাহিদা বেশি থাকে। আমরাও ব্যস্ত থাকি দু পয়সা বেশি ইনকাম হয়। 
এছাড়া, শান ওয়ালারা (শার্পনাররা) মেশিন কাঁধে কুরবানির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি শান দেওয়ার জন্য পাড়া-মহল্লা এমনকি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কাজ করছেন।

-এসআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,