For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

হাজীগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীসহ নিহত ৩

Published : Tuesday, 11 June, 2024 at 9:56 PM Count : 168

চাঁদপুরেহাজীগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত স্কুটারের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে ইলেকট্রিক মিস্ত্রি মো. সবুজ হাওলাদার (৩০) এবং হাসপাতালে নেওয়ার পথে ওমান প্রবাসী মো. মোজাম্মেল হোসেন (৪০) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী পিংকি বেগম (৩০) মারা যান। এ ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা ফারুক মেম্বার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ওই গ্রামের হাওলাদার বাড়ির রফিক হাওলাদারের ছেলে এবং প্রবাসী মোজাম্মেল হোসেন একই ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের বেপারী বাড়ির আবুল খায়ের বেপারীর ছেলে ও পিংকি বেগম মোজাম্মেলের স্ত্রী।

আহত ফরিদ (২৫) হলেন নিহত পিংকি বেগমের ভাই। সিএনজি চালক আকতার হোসেনের পরিচয় পাওয়া যায়নি। এর আগে একই এলাকায় গত ৬ মে (সোমবার) দুপুরে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত স্কুটারের মুখোমুখি সংঘর্ষ বাবা আবু তাহের মোল্লা (৫৫) ও তার ছেলে মামুন হোসেন মোল্লা (২৫) মারা যান। নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজোশ গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাকিলা থেকে চাঁদপুরমুখী সিএনজিচালিত স্কুটার (চাঁদপুর থ ১১-৬৭০৪) এবং চাঁদপুর থেকে বাকিলামুখী বালুবাহী ড্রাম ট্রাকের (কুমিল্লা ঠ ১১-০৩২৭) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎখনিক স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থলে সবুজ হাওলাদারকে মৃত অবস্থায় দেখতে পায় এবং আহত ৪ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আব্দুল আহাদ সংবাদকর্মীদের জানান, আহতদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী পিংকি বেগমকে মৃত ঘোষণা করেন এবং আহত আকতার হোসেন ও ফরিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দেন। এ দিকে সড়ক দুর্ঘটনার পর সড়কে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি সরিয়ে যানজট মুক্ত করে এবং নিহত সবুজ হোসেনের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন জানান, জোরে (বিকট) একটি  শব্দ শুনে দৌড়ে এসে দেখি এক মর্মান্তিক ঘটনা। সড়কের উপরে সবুজ নামের একজন মরদেহ পড়ে আছে, বাকীরা কাতরাচ্ছে। এ সময় অন্যরা আসার পরে এক নারীসহ ৫ জন উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেই। এর মধ্যে একজনের মুখ থেতলিয়ে গেছে আর এক নারীর হাড় ভেঙ্গে শরীর পুরো গোল হয়ে গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, ঘটনাস্থলে সবুজ এবং চাঁদপুর সদর হাসপাতালে স্বামী ও স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় ট্রাক ও সিএনজি স্কুটার জব্দ করে থানা হেফাজতে নিয়ে আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচইউ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,