For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ই-নামজারির মাধ্যমে সেবাপ্রার্থীদের ভোগান্তি অনেকটা কমেছে: সাবিরুল ইসলাম

Published : Thursday, 6 June, 2024 at 9:10 PM Count : 102

ই-নামজারির মাধ্যমে সেবাপ্রার্থীদের ভোগান্তি অনেকটা কমেছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ঢাকা বিভাগে ১ম থেকে ৫ম পর্যায় পর্যন্ত ৩২ হাজার ২১২টি পরিবার ভূমিহীন ও গৃহহীন গৃহ পেয়েছে। বর্তমানে ঢাকা বিভাগের ভূমিহীনমুক্ত জেলাসমূহ হলো- মাদারীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, গোপালগঞ্জ। এছাড়া ঢাকা বিভাগের ৮৯টি উপজেলার মধ্যে ৭৪টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। বাকী জেলা ও উপজেলাগুলো এ বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান তিনি। 

তিনি আরো বলেন, প্রথম বারের মত ২০২৩-২৪ অর্থবছরে ৪৮টি খাস পুকুর সংস্কার বা খনন করা হয়েছে। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে অবৈধ দখল হতে নদ-নদী উদ্ধারকৃত জমির পরিমান ২৪.৮৭ (একর) এবং ২০২২-২৩ অর্থবছরে ২৯.৭৫ (একর)।
নামজারির বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, ই-নামজারির মাধ্যমে সেবাপ্রার্থীদের ভোগান্তি কম হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে ঢাকা বিভাগাধীন ২৮ দিনের মধ্যে ই-নামজারীর মামলা নিষ্পত্তি হয়েছে ১ কোটি ১০ লাখ ৫১ হাজার ৫১ টি।   ২০২৩- ২৪ অর্থবছরের এপ্রিল ২০২৪ মাস পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১ কোটি ২৬ হাজার ৫১ হাজার ৫১ টি। 

দালাল নির্মূলের বিষয়ে কমিশনার সাবিরুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, আগে সবখানে দালাল শ্রেণির লোকজনের আধিপত্য ছিল। বিদ্যুতে ছিল, ওয়াসাতে ছিল। একই ভাবে ভূমি নামজারিসহ নানা সেক্টরে দালাল ছিল। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে দালাল সবখানে কমে এসেছে। এখন নামজারি আবেদন, পর্চা, মৌজার ম্যাপ অনলাইনে আবেদন করা যাচ্ছে। নামজারির ফি মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, নগদ, রকেটসহ নানা মাধ্যমে দেয়া যাচ্ছে। এতে করে দালালের দৌরাত্ম কমে গেছে। এখনো পুরোপুরি যে শেষ হয়ে গেছে এমন বলব না। তবে দালালচক্রের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আর এই চক্রে যদি আমাদের অফিসের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

প্রেস কনফারেন্সে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মমিনুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বিশ্বাস রাসেল, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক উপস্থিত ছিলেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,