For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বিজয়নগর উপজেলায় নির্বাচিত হলেন যারা

Published : Thursday, 6 June, 2024 at 4:21 PM Count : 226

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ৭৮ ভোটকেন্দ্রে মোট ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫৩৮ টি। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়। রাত পৌনে ১২টায় ফল প্রকাশিত হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আল জাবের (আনারস প্রতীকে) ৪৫ হাজার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসিমা মুকাই আলী (ঘোড়া) প্রতীকে মোট ৩৮ হাজার ৯৮৫  ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে, মো. মুখলেসুর রহমান লিটন (বাল্ব প্রতীক) ২০ হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনির্মল সাহা (তালা) প্রতীকে মোট ১৬ হাজার ৯৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হালিমা আক্তার (ফুটবল প্রতীক) মোট ৩২ হাজার ৮৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফইজুন নাহার (হাস) প্রতীক মোট ২৪ হাজার ৭৫২ ভোট পেয়েছেন।
প্রশাসনিক সূত্রে জানা যায়, আইনশৃংখলাবাহিনী তৎপর থাকায় উপজেলায় বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এসআরএস/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,