For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বোয়ালখালীতে ভোট কেন্দ্রে দু-গ্রপের ধাওয়া: আহত ১

Published : Wednesday, 29 May, 2024 at 6:49 PM Count : 479

চট্টগ্রামেবোয়ালখালী উপজেলার পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ হয়েছে। চলছে ভোট গননার কাজ। এদিকে ভোট কেন্দ্রের বাইরে দুইগ্রুপে ধাওয়ায় একজন আহত হয়েছে। এসময় চাকুসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) সকাল ৮টায় উপজেলা ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে আনারস প্রতীক ও হেলিকপ্টার প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় হেলিকপ্টার প্রতীকের সমর্থক আহত হয়। এসময় ছুরিসহ রেজাউল নামের এক যুবককে পুলিশ আটক করেছে।

চরণদ্বীপের ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিপন চৌধুরী বলেন, ভোট গ্রহণ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সাথে সাথে চাকুসহ রেজাউল নামের এক যুবককে আটক করেছে। সে উপজেলার কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি। তবে অদিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম।
এদিকে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী রেজাউল করিম সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন কর্মকর্তা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ও তার প্রতিদন্দ্বী প্রার্থী হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হকের বিরদ্ধে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ওসি, ইউএনও এবং জাহেদুল হক তিনজন মিলে আমার বিরুদ্ধে যড়যন্ত্র করেছে। যার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তার প্রমান স্বরুপ ওসি নিজেই শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে আমার ভোটারদের ভোট দিতে দেয়নি। লাটি চার্জ করেছে। আমি পুলিশ সুপারকে অবহিত করেছি। তাছাড়া নির্বাচনের পূর্বে জাহেদুল হক বারংবার নির্বাচনী  আচরণ বিধি লঙ্গন করেছে। যা আমি জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা বরারবে বিভিন্ন সময় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এ ব্যাপারে আমি নির্বাচনে পরাজিত হলে আইনানুগ পদক্ষেপ গ্রহন করবো।

তিনি বলেন, নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ হয়নি তাও বলছিনা এবং আমি ভোট বর্জনও করছিনা। তবে আমার ভোটাররা প্রশাসনের চাপে ও ধাওয়া খেয়ে ভোট দিতে পারেননি। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

একে/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,