For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রেমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

Published : Wednesday, 29 May, 2024 at 5:08 PM Count : 207

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ কলাপাড়া উপজেলার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ২ হাজার মানুষের হাতে ত্রান সহায়তা তুলে দেবেন। তাই সভাস্থল সাজ সজ্জার পাশাপাশি নেওয়া হয়েছে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে কলাপাড়া পৌর শহর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিপূর্ণ।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত থাকবেন ৩ হাজার পুলিশ সদস্যসহ র‍্যাব, সেনাবাহিনী, কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। 

অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেখা যাচ্ছে। 
কলাপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল হাওলাদার জানান, প্রধানমন্ত্রী আসবে এজন্য আমরা অনেকটা উচ্ছ্বাসিত। আশা করছি কলেজ মাঠ এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার জানান, ঘূর্ণিঝড় রেমালে আমাদের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দেশের অন্যান্য উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কলাপাড়ায় আসছেন এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এলাকার মানুষ প্রধানমন্ত্রীর হাত থেকে ত্রাণ সহায়তা নেবে, এটা আমরা চিন্তাও করিনি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, কলাপাড়া উপজেলা নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ৩ হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছে। এছাড়া র‍্যাব, সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা মাঠে আছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা মাঠ গোছানোর কাজ করছি। বিকেলের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। গতকাল আমরা উপজেলা প্রশাসনের দরবার হলে একটি মিটিং করেছি। প্রধানমন্ত্রী আসার খবরে আমরা সরকারি কর্মকর্তারাও আনন্দিত।

টিএইচ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,