For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঘুর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড দ্বীপ উপজেলা হাতিয়া

Published : Tuesday, 28 May, 2024 at 6:23 PM Count : 108

ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড দ্বীপ উপজেলা হাতিয়া। এতে করে নিঝুম দ্বীপ সহ হাতিয়া উপজেলার ১১ টি ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।‌ সামুদ্রিক জলোচ্ছ্বাসে নিঝুম দ্বীপের বহু হরিণ ভেসে গেছে এবং অনেক হরিণের মৃত্যু হয়েছে বলে নিঝুম দ্বীপের চেয়ারম্যান জানান।  

ভারী বৃষ্টি ও বাতাসের কারণে আতংক বিরাজ করছে পানি বন্দী এসব এলাকার অসহায় মানুষের মাঝে। নিঝুম দ্বীপের চেয়ারম্যান মোঃ দিনাজ উদ্দিন জানান, সোমবার সকাল থেকে পানি কমতে শুরু করলেও সন্ধ্যায় পুনরায় ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সমগ্র এলাকা আবার প্লাবিত হয়েছে। 

এদিকে গত তিন দিন ধরে হাতিয়ার সঙ্গে বাইরের সকল নৌ যোগাযোগ বন্ধ। তীব্র বাতাসের কারণে তিন দিন ধরে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে বলে নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান জানান। 

অপরদিকে স্থানীয় এমপি মোহাম্মদ আলী আজ দূর্যোগ ও ত্রাণমন্ত্রী বরাবর ক্ষয়ক্ষতির যে প্রতিবেদন দিয়েছেন তাতে দেখা গেছে নিঝুম দ্বীপে ৯ হাজার পরিবারের ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ হাজার ৫০০ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঢালচরের ৪ হাজার পরিবারের ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, চর ঘাসিয়ায় ২০ হাজার পরিবার, চানন্দি ইউনিয়নের ৪ হাজার পরিবারের ১০ হাজার মানুষ ও ৫ শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া হরনী, চানন্দি, সুখচর, নলচিরা, সোনাদিয়া, জাহাজমারা, বুড়ির চর, চর ঈশ্বর, চরকিং, নলচিরা ইউনিয়নের ব্যাপক এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
অপরদিকে নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নে বেড়ীবাঁধ না থাকায় অস্বাভাবিক সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই দুই এলাকার লোক পানিবন্দী হয়ে পড়েছে বলে তিনি জানান। আলহাজ্ব মোহাম্মদ আলী এমপি আরো উল্লেখ করেছেন হাতিয়ায় ঘুর্ণিঝড় রেমালের আঘাতে প্রায় ১০০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার গবাদি পশু ও বহু পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।  

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা জানান, ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে হাতিয়ায় প্রায় ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

অপরদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানান,  বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে সরকারি ত্রান সামগ্রী বিতরণ করা যাচ্ছে না।   

টিআইটি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,