For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রাজারহাট উপজেলা নির্বাচনে হাফ ডজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Published : Friday, 24 May, 2024 at 1:41 PM Count : 140

দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ১২জন প্রার্থীর মধ্যে ছয় জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে এ উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে উপজেলা পরিষদের নবনির্বাচিত দ্বিতীয় বারের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার। 

জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি পেয়েছেন ৩৭হাজার ৩৪৩ ভোট ও অজয় কুমার সরকার পেয়েছেন ৩১হাজার ৯০৭ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১মে) রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু ৯জন প্রার্থী হেরে যান। 

প্রাপ্ত ভোটের ১৫ ভাগের নিচে যারা ভোট পেয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে এটিএম ফিরোজ মন্ডল (ঘোড়া) ভোট পেয়েছেন ৩হাজার ২৭৩ ও আবু তালেব সরকার (কাপপিরিচ) ৭ হাজার ৯২১। ভাইস চেয়ারম্যান পদে আশিকুল ইসলাম মন্ডল সাবু (মাইক) ৯ হাজার ৪১ ও আব্দুল ওয়াহেদ সরকার (তালা) ৮ হাজার ৭১২, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুরাইশি লায়লা ফেরদৌসি বিথী (হাঁস) ৬ হাজার ২৭৪ ও রতনা বেগম (ফ্যান) ৫ হাজার ৮০৩। 
প্রাপ্ত ভোটের ১৫ ভাগ ভোট কম পাওয়ায় তাদের নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হবে বলে উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম জানিয়েছেন।

পিএমএস/এসআর



« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,