For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

চাটমোহর উপজেলায় নির্বাচিত হলেন যারা

Published : Wednesday, 22 May, 2024 at 5:01 PM Count : 443



পাবনাচাটমোহর উপজেলা পরিষদের নিরুত্তাপ নির্বাচনে মির্জা রেজাউল করিম দুলাল বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২১ মে) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মো. রেদুয়ানুল হালিম নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
উপজেলার ৮৭টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌরসভার সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (আনারস) ৩৯ হাজার ৩৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এ্যাড. সাইদুল ইসলাম চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৬২ ভোট। ভোট পড়েছে ১৮.০১ শতাংশ।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (উিউবওয়েল) ২৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আসাদুজ্জামান পান্না (চশমা) পেয়েছেন ১২ হাজার ৭৬৩ ভোট। অপর প্রার্থী মো. হুমায়ন কবীর (তালা) পেয়েছেন এক হাজার ৯৮৩ ভোট এবং মো. ওবায়দুল ইসলাম মিঠু পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক মোছা. ফিরোজা পারভীন (ফুটবল) ১৯ হাজার ৭১৯ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. ছাবিনা ইয়াসমিন রানী (কলস) পেয়েছেন ১৮ হাজার ৪১৯ ভোট এবং মোছা. আরেফিন আক্তার লিলি (হাঁস) পেয়েছেন ৬ হাজার ২৭৫ ভোট। 

সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ইভিএমে ভোট প্রদান করেন। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। দুপুর পর্যন্ত কোন কেন্দ্রে ৬টি, কোন কেন্দ্রে ২৬ টি, কোন ৯৬টি আবার কোন কেন্দ্রে ১৪০টি ভোট পড়ে। চাটমোহর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২৭০ ভোট। এর মধ্যে প্রাপ্ত ভোট ৪৪ হাজার ৪’শ ৯৬।

অনেক ভোটারের সাথে আলাপকালে জানা গেছে, তাদের মধ্যে ভোট দেবার তেমন কোন আগ্রহ নেই। আবার কেউ কেউ জানান, আমাদের কাছে কেউ ভোট চাইতেও আসেনি। ৪/৫ জন কৃষকের সাথে আলাপকালে জানা যায়, চাটমোহর উপজেলায় নির্বাচন হচ্ছে এমন খবর তারা জানেই না। নিরুত্তাপ এই নির্বাচন নির্বিঘ্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, আনসার নিয়োগ করা হয়। ছিল স্ট্রাইকিং ফোর্স। নির্বাচন ঘিরে কোন প্রকার অনাকাংখিত ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের দীর্ঘ লাইনের কোন ভোট কেন্দ্র পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি তেমনটি ছিলনা। অনেক ভোট কেন্দ্রে গরু-ছাগল চড়াতেও দেখা গেছে।

আরআরটি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,